ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ২৯ ১৬:৫৮:৫২
তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানকে বড় রানের টার্গেট দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর করেছে জুনিয়র টাইগাররা।

ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের পঞ্চম বলেই ওপেনার জাওয়াদ আবরার শূন্য রানে বিদায় নেন। দলীয় মাত্র ১ রানে প্রথম উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। তবে এমন কঠিন পরিস্থিতিতে তামিম ও কালাম সিদ্দিকি মিলে গড়ে তোলেন দারুণ এক জুটি।

দ্বিতীয় উইকেটে তারা ১৪২ রানের পার্টনারশিপ গড়ে দলের ভিত শক্ত করেন। ১১০ বলে ৬৬ রানের কার্যকর ইনিংস খেলেন কালাম। অন্যদিকে, অধিনায়ক তামিম দেখেশুনে খেলা শুরু করলেও ইনিংসের মাঝপথে খেলায় গতি আনেন। ছক্কা মেরে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি।

১৩৩ বলের ইনিংসে তামিম ১০৩ রান করেন, যেখানে ছিল ৯টি চার ও ১টি ছক্কা। তাঁর দায়িত্বশীল ইনিংসই দলকে প্রতিযোগিতার উপযোগী সংগ্রহ এনে দেয়। তবে তামিমের বিদায়ের পর দলের বাকি ব্যাটাররা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি, যার ফলে শেষদিকে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ।

আফগানিস্তানের বোলাররা শেষের দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। আব্দুল আজিজ, খাতির স্টানিকজাই ও নূরিস্তানি ওমরজাই—এই তিনজনই ২টি করে উইকেট নেন। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণেই বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত বড় স্কোরে পরিণত হতে পারেনি।

২২৮ রানের লক্ষ্য আফগানিস্তানের জন্য সহজ হবে না। তবে বাংলাদেশের বোলারদের ধারাবাহিক পারফরম্যান্স দরকার হবে প্রতিপক্ষকে চাপে রাখার জন্য। দ্বিতীয় ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ কোন দলের দিকে যায়, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

স্কোরকার্ড সংক্ষেপে

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮

আজিজুল হাকিম তামিম: ১৩৩ বলে ১০৩ (৯ চার, ১ ছক্কা)

কালাম সিদ্দিকি: ১১০ বলে ৬৬

আফগান বোলাররা:

আব্দুল আজিজ: ১০ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট

খাতির স্টানিকজাই: ১০ ওভারে ৪৬ রান দিয়ে ২ উইকেট

নূরিস্তানি ওমরজাই: ৯ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট

লক্ষ্য তাড়া করতে আফগানিস্তান কতটা সফল হয়, সেটাই এখন দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ