ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

নিলামে দল না পেলেও এক উপায়ে আইপিএল খেলতে পারেন মুস্তাফিজ, তাসকিন ও রিশাদ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ নভেম্বর ২৭ ২২:৪৭:০৬
নিলামে দল না পেলেও এক উপায়ে আইপিএল খেলতে পারেন মুস্তাফিজ, তাসকিন ও রিশাদ

সম্প্রতি শেষ হয়েছে আইপিএলের মেগা নিলাম, যা বিশ্ব ক্রিকেটের অন্যতম আকর্ষণ। এবারের নিলামে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটারের নাম ছিল। তবে আইপিএলের কোনো দল তাদের নেওয়ার আগ্রহ দেখায়নি। এই ১২ জনের মধ্যে মাত্র দুইজন—মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন—নিলামে উঠলেও তাদেরও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক সমর্থক আইপিএল বয়কটের ডাক দিয়েছেন। আবার অনেকে মনে করছেন, বাংলাদেশের ক্রিকেটারদের দল না পাওয়ার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।

তবে এখনো মুস্তাফিজ, তাসকিন, রিশাদ এবং শরিফুলের আইপিএলে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়ে গেছে। এমন সুযোগ এর আগেও তৈরি হয়েছে। আগের আসরগুলোতে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম নিলামে দল না পেলেও শেষ মুহূর্তে আইপিএলে খেলার ডাক পেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি।

আইপিএল শুরুর এখনো প্রায় তিন মাস বাকি। এই সময়ে চোট বা ব্যক্তিগত কারণে নিলামে দল পাওয়া কিছু ক্রিকেটার খেলা থেকে বিরত থাকতে পারেন। অতীতে এমন পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলো বিকল্প খেলোয়াড় হিসেবে নতুনদের অন্তর্ভুক্ত করেছে। এমন কোনো সুযোগ এলে এবার মুস্তাফিজ, তাসকিন, রিশাদ কিংবা শরিফুলের নাম বিবেচিত হতে পারে।

আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে দল না পাওয়া ক্রিকেটারদের থেকেও প্রয়োজনে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে কাউকে দলে নেওয়া যায়। সুতরাং বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আশা এখানেই রয়ে গেছে যে, শেষ মুহূর্তে হলেও তাদের প্রিয় ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ আসতে পারে।

এখন দেখার বিষয়, বাংলাদেশের ক্রিকেটাররা এই কাঙ্ক্ষিত সুযোগ পেতে পারেন কি না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল

চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ, দেখেনিন ফলাফল

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। জ্যামাইকায় কিংস্টনের স্যাবাইনা পার্কে... বিস্তারিত



রে