ঢাকা, বুধবার, ৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

এইমাত্র শেষ হলো বাংলাদেশ-স্কটল্যান্ডের বিশ্বকাপের ১ম ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৩ ১৯:০৮:০৪
এইমাত্র শেষ হলো বাংলাদেশ-স্কটল্যান্ডের বিশ্বকাপের ১ম ম্যাচ, দেখে নিন ফলাফল

প্রথম ম্যাচ জিতে মাটিতে মাথা নুইয়ে দেন বাংলাদেশ দলের ক্যাপটেইন নিগার সুলতানা জ্যোতি। কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। বিশ্বকাপের ১ম জয় বলে কথা।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী দল নির্ধারিত ২০ ওভারে ১১৯ রান সংগ্রহ করে ৭ উইকেটের বিনিময়ে। জবাবে স্কটল্যান্ড ব্যাটিংয়ে চালকের আসনে। শেষ খবর পাওয়া অবদি স্কটল্যান্ডের সংগ্রহ ৬০ রান, ৩ উইকেটের বিনিময়ে।

নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ওপেনার মুর্শিদা খাতুনের ইনিংসটা অনেক বড় করতে পারতেন, কিন্তু তা আর করতে পারলেন না। দুর্ভাগ্যবশত তিনি দ্রুত আউট হয়ে যান।

চতুর্থ ওভারে একটি সহজ ক্যাচ মিস হওয়ায় তাকে নতুন জীবন দেওয়া হলেও, অল্প রানেই আউট হন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম উইকেট হারায় বাংলাদেশ, যখন মুর্শিদা ক্যাথরিন ব্রাইসের বলে ক্যাচ তুলে দেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ নারী দলঃ ১১৯/৭ ওভারঃ ২০ (সাথী রানি ২৯, মুরশিদা ১২, সোবহানা মুশতারি ৩৬, তাজ নাহার ০, জ্যোতি ১৮, ষ্বর্ণা ৫, রিতু ৫, ফাহিমা ১০* রাবেয়া ১*)

স্কটল্যান্ড নারী দলঃ ১০৩/৭ ওভারঃ ২০ (সাকিয়া ৮, সারাহ ২৭* ব্রাইসি ১১, অ্যালিসা ১১, প্রিয়ানাজ ৫, কার্টার ০*)

ফলাফলঃ বাংলাদেশ ১৬ রানে জয় লাভ করে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে