সদ্য সংবাদ
আফগানিস্তানকে চ্যালেন্জ্যিং রানের লক্ষ্য দিলো বাংলাদেশ, দেখেনিন ফলাফল

আজ সিরিজের ২য় ওয়ানডেতে আফগানিস্তানকে চ্যালেন্জ্যিং রানর টার্গট দিলো বাংলাদেশ, দেখেনিন ফলাফল। প্রথমে বাংলাদেশের ইনিংস ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে অনেক চাপে পড়ে যায়। তারপর ১৭৪ রানে ৩ উইকেট থেকে ১৮৪ রানে ৬ উইকেট হয়ে যায় দ্রুতই। নানগালিয়ে খারোতের টানা আঘাতে বাংলাদেশের মিডলঅর্ডার ভেঙে পড়লেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৭৬ রানের ইনিংস কিছুটা স্থিতি আনে। কিছুটা সস্তি এনে দেয়। তবুও বাংলাদেশের স্কোরবোর্ড তখনো তেমন স্বস্তিতে ছিল না।
সেই বাজে সময়ে ধুমকেতুর মত চলে আসে নাসুম এবং জাকের আলী অনিক। সেই মুহূর্তেই জাকের আলী অনিক ও নাসুম আহমেদের দুটি কার্যকরী ইনিংস বাংলাদেশের রানের চাকা ঘোরাতে সহায়তা করে। নাসুম আহমেদ ২৪ বলে ২৫ রান করেন, যেখানে একটি চার ও দুটি ছক্কা ছিল। আল্লাহ গাজানফারের বলে নাসুম যখন আউট হন, বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩০ রান। তবে এরই মাঝে জাকের ও নাসুমের ৭ম উইকেট জুটিতে ৪১ বলে ৪৬ রান যোগ হয়, যা বাংলাদেশের ইনিংসের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে।
শেষমেষ জাকের আলী অনিকের চেষ্টায় বাংলাদেশ ২৫০ রানের ল্যান্ডমার্ক পার করে। ৩ ছক্কা ও ১ চারে সাজানো তার ৩৭ রানের ইনিংসটি দলের জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে, ফলে সিরিজ জয় করতে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৫৩ রান।