সদ্য সংবাদ
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে চরম অপমান করলেন গাজানফার

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১ম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেয়। বাংলাদেশকে ৯২ রানে হারিয়েছে। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে চরম অপমান করলেন গাজানফার। তিনি বলেন যে বাংলাদেশ প্রথম দিকে ভালো খেলেছে, আমরা প্রথমে বলের লাইন খুজে পাইনি। পরে আমরা লাইনলেন্থ খুজে পাই। শেষে কোন ধরনের প্রতিযোগিতা করতে পারে নাই বাংলাদেশ। শারজাতে কম রানের পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় তুলে নিয়েছে আফগানিস্তান। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন তরুণ স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফার।
আল্লাহ মোহাম্মদ গাজানফার আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন মাত্র গত মার্চ মাসে। এর আগে তিনি মোট ৪টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৫টি উইকেট পান। তবে এবার বাংলাদেশ বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো এক ইনিংসে ৫ বা এর বেশি উইকেট নেন। পুরো ম্যাচে তার সংগ্রহ ৬ উইকেট।
ম্যাচ শেষে আল্লাহ গাজানফার বলেন, “প্রথম স্পেলে ছন্দ ভালোই ছিল, কিন্তু উইকেট পাওয়ার পর কিছুটা ছন্দ হারাই। দ্বিতীয় স্পেলে মাঠে ফিরে নতুন উদ্যমে চেষ্টা করেছি এবং সফল হয়েছি। দলের জন্য ৫-৬ উইকেট পাওয়া যেকোনো বোলারের স্বপ্ন, আমারও সেই স্বপ্ন আজ পূরণ হলো।”
গাজানফার জানান, দলের অভিজ্ঞ খেলোয়াড় রশিদ খান ও মোহাম্মদ নবীর পরামর্শ তার বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, “রশিদ ভাই ও নবী ভাই মাঠে আমাকে সবসময় কার্যকর পরামর্শ দিয়েছেন, যা আমার বোলিংয়ে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং ভালো ফল পেতে সহায়তা করেছে।”