ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

রাকিব

সিনিয়র রিপোর্টার

বিপাকে আইসিসি: পাকিস্তান বিশ্বকাপে না খেললে বড় চমক!

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ৩০ ০০:৫০:০০
বিপাকে আইসিসি: পাকিস্তান বিশ্বকাপে না খেললে বড় চমক!

রাকিব: টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পাকিস্তানের সম্ভাব্য বয়কটের গুঞ্জন যখন আন্তর্জাতিক ক্রিকেটে উত্তাপ ছড়াচ্ছে, ঠিক তখনই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে আইসল্যান্ড ক্রিকেট। মজার ছলে হলেও বিষয়টিকে কেন্দ্র করে তারা বিশ্বকাপে খেলার আগ্রহ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে।

আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি রসিকতাপূর্ণ পোস্টে জানায়, যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের জায়গায় খেলতে প্রস্তুত আইসল্যান্ড। পোস্টে কৌতুক করে আরও লেখা হয়, “পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানা দরকার, কারণ ২ ফেব্রুয়ারির পর কলম্বোর ফ্লাইট পাওয়া কঠিন হয়ে যায়। আমাদের ওপেনার তো আবার ঠিকমতো ঘুমাতেই পারে না!”—এই মন্তব্য অল্প সময়েই ভাইরাল হয়ে পড়ে।

এই আলোচনার পেছনে রয়েছে সাম্প্রতিক বিতর্ক। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এ সিদ্ধান্তে প্রকাশ্যে আপত্তি জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। তার মতে, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও পাকিস্তানের মতো ‘হাইব্রিড মডেল’-এ ম্যাচ খেলার সুযোগ পাওয়া উচিত ছিল।

হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে। তবে আইসিসির দাবি, ভারতের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকির তথ্য পাওয়া যায়নি। এই অবস্থান ঘিরেই পিসিবির কড়া প্রতিক্রিয়া, যার ফলে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে এমন গুঞ্জন আবারও মাথাচাড়া দিয়েছে।

তবে বিতর্কের মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ফলে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। এই নাটকীয় পরিস্থিতি এখন বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ