ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সর্বশেষ যা জানা গেল

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১১:৪৯:৩৪
পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে সর্বশেষ যা জানা গেল

হাসান: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। বাংলাদেশ ইস্যুতে সংহতি জানিয়ে একপর্যায়ে বিশ্বকাপ বর্জনের কথাও ভাবছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই অবস্থান কি বদলাচ্ছে—এ প্রশ্নই এখন ক্রিকেটাঙ্গনের আলোচনার কেন্দ্রে।

প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চেয়েছেন পিসিবি চেয়ারম্যান

এই প্রেক্ষাপটে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সরকারের স্পষ্ট দিকনির্দেশনা চান তিনি। সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতি রাজনৈতিক সমর্থনের কথা উল্লেখ করলেও আর্থিক ক্ষতি ও কূটনৈতিক জটিলতা বিবেচনায় বিশ্বকাপ বয়কট না করার পক্ষেই মত দিয়েছেন।

প্রস্তুতি চলছে নীরবে, অনিশ্চয়তার মাঝেও

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও পাকিস্তান দল বিশ্বকাপের প্রস্তুতি অব্যাহত রেখেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করে শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ভেন্যুতে পৌঁছানোর জন্য আগাম ফ্লাইট বুকিং ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এতে স্পষ্ট, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে পিসিবি।

শীর্ষ মহলে আলোচনা, সাবেকদের পরামর্শ

বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান শুধু প্রধানমন্ত্রীর সঙ্গেই নয়, বরং রাষ্ট্রপতি, সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় এবং সাবেক বোর্ড প্রধানদের সঙ্গেও পরামর্শ করেছেন। সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজা—দুজনেই বিশ্বকাপে অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন। এমনকি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার সুপারিশও এসেছে তাদের কাছ থেকে।

কোন পথে পাকিস্তান?

সব দিক বিবেচনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বয়কট ঘোষণা আসেনি। বরং সর্বশেষ তথ্য ও প্রস্তুতি বলছে, পাকিস্তানের অবস্থান ধীরে ধীরে বিশ্বকাপে অংশগ্রহণের দিকেই ঝুঁকছে। পিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ