ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৯ ১১:৩২:৩৭
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

রাকিব: নেপালের মাটিতে দুর্দান্ত ছন্দ ধরে রেখে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার (২৮ জানুয়ারি) বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে পরাজিত করে জ্যোতি–স্বর্ণারা। একই দিনে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের ফলে দুই ম্যাচ হাতে রেখেই মূল পর্বে জায়গা করে নেয় টাইগ্রেসরা।

শুরুতে ধাক্কা, মাঝখানে জোয়ার

মুলপানিতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপকে আত্মবিশ্বাসে রূপ দেন জুয়ায়রিয়া আক্তার ও সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে তাঁদের ১১০ রানের দারুণ জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

জুয়ায়রিয়া ৪৫ বলে ৫৬ রান করে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন। অপর প্রান্তে সোবহানা খেলেন ৪২ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস। শেষ দিকে ঋতু মণির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৬৫ রান।

বোলিং আক্রমণে থাইল্যান্ড এলোমেলো

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় থাইল্যান্ড। মাঝপথে তিন ব্যাটার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে তারা টিকতে পারেনি।

মারুফা আক্তারের গতি ও নিখুঁত লাইন-লেংথে থাইল্যান্ডের ইনিংস থামে ১২৬ রানে। মারুফা একাই নেন ৩টি উইকেট। পাশাপাশি স্বর্ণা আক্তার ও ঋতু মণি শিকার করেন ২টি করে উইকেট।

বিশ্বকাপের চূড়ান্ত সমীকরণ

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ৮টি দল সরাসরি মূল পর্বে সুযোগ পেয়েছে, আর বাছাইপর্ব থেকে উঠবে ৪টি দল। সেই চারটির মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

এই জয়ে বাছাইপর্বে বাংলাদেশের এটি টানা পঞ্চম জয়, যা দলকে সুপার সিক্স টেবিলের শীর্ষে তুলে এনেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ