ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

নবম জাতীয় পে স্কেলে বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ১৬:২৯:৫৫
নবম জাতীয় পে স্কেলে বড় পরিবর্তন

রাকিব: বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত 'নবম জাতীয় বেতন কমিশন-২০২৫' তাদের কার্যক্রমের শেষ পর্যায়ে পৌঁছেছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে সাধারণ ছুটির কারণে নির্ধারিত গত বুধবারের সভাটি পিছিয়ে গেছে, তবে কমিশন সূত্রে জানা গেছে, খুব দ্রুতই নতুন দিনক্ষণ চূড়ান্ত করে কার্যক্রম পুনরায় শুরু হবে।

গ্রেড বিন্যাস নিয়ে ত্রিভুজ প্রস্তাবকমিশনের অভ্যন্তরীণ আলোচনায় বর্তমানের ২০টি গ্রেড সংস্কার নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা টেবিলে এসেছে, যা নিয়ে সদস্যদের মধ্যে চলছে নিবিড় বিশ্লেষণ:

বিদ্যমান ২০ গ্রেড বজায় রাখা: একটি পক্ষের মতে, ২০টি গ্রেড ঠিক রেখে কেবল বর্তমান বাজারমূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন ও ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হোক।

১৬ গ্রেডে রূপান্তর: দ্বিতীয় প্রস্তাবটি হলো গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬-তে আনা। এতে নিচের সারির কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য কিছুটা লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে।

১৪ গ্রেডে আমূল সংস্কার: কমিশনের অনেক সদস্যই চাইছেন আমূল পরিবর্তন। তাদের প্রস্তাব গ্রেড সংখ্যা কমিয়ে ১৪-তে নামিয়ে আনা। এতে করে উচ্চধাপ ও নিম্নধাপের কর্মচারীদের মধ্যকার প্রকট আর্থিক দূরত্ব ঘুচিয়ে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক কাঠামো গঠন সম্ভব হবে।

কেন সংস্কারের পথে কমিশন?সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন মনে করছে, বর্তমান কাঠামোতে নিম্নধাপের কর্মচারীরা আর্থিকভাবে অনেক বেশি বঞ্চিত। এই বৈষম্য দূর করতে বিভিন্ন সরকারি দপ্তর থেকে আসা হাজার হাজার প্রস্তাবনা ও জনমত এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

ফেব্রুয়ারির আগেই চূড়ান্ত সুপারিশের লক্ষ্যগত ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার এই কমিশন গঠন করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমার সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই হিসেবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় থাকলেও, কমিশন চাইছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগেই তাদের পূর্ণাঙ্গ সুপারিশ সরকারের কাছে জমা দিতে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে গ্রেড কমানো এবং বেতন বৃদ্ধির এই সুখবর বাস্তবায়িত হলে লাখ লাখ সরকারি কর্মচারী বড় ধরনের স্বস্তি পাবেন।

ট্যাগ: সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ২০২৬ নবম জাতীয় বেতন কমিশন ২০২৫ নতুন পে স্কেল ২০২৬ আপডেট জাকির আহমেদ খান পে কমিশন গ্রেড পরিবর্তনের সর্বশেষ খবর সরকারি চাকুরিজীবীদের বেতন বৈষম্য ২০ গ্রেড থেকে ১৪ গ্রেড বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন সরকারি চাকরির নতুন গ্রেড বিন্যাস পে স্কেল ২০২৫ গেজেট দ্রব্যমূল্য ও নতুন বেতন কাঠামো বাংলাদেশ সরকারি চাকরি নিউজ পে কমিশন সংস্কার প্রস্তাব জাতীয় নির্বাচন ও বেতন বৃদ্ধি সরকারি কর্মকর্তা কর্মচারীদের খবর 9th National Pay Commission Bangladesh Government Salary Scale 2026 New Grade System for Govt Employees Zakir Ahmed Khan Pay Commission Salary Hike Update BD 2025 Pay Commission 14 Grade Proposal 9th Pay Scale Final Report Bangladesh Govt Salary News Today 16 Grade Salary Structure BD Pay Commission Recommendation 2026 Civil Servant Salary Increment National Pay Commission Deadline BD Govt Job Grade Update 9th Pay Commission Meeting News Government Employees Pension and Salary News

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ