ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা-জানুন বর্তমান দাম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১৫:০৭:০৩
ইতিহাসের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা-জানুন বর্তমান দাম

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা। নতুন করে মূল্যবান ধাতু সোনার দাম লাফিয়ে বেড়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি করেছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম এক ধাক্কায় বাড়ানো হয়েছে ১ হাজার ৫৭৪ টাকা।

এই মূল্যবৃদ্ধির ফলে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে এখন গুনতে হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এর আগে দেশের বাজারে সোনার দাম কখনোই এত উচ্চতায় পৌঁছায়নি।

বাজুসের ঘোষণা, আন্তর্জাতিক বাজারের প্রভাব

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার রাতেই এক বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানায়। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের অস্থিরতা ও ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাবেই দেশের বাজারে নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী-

২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা

১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা

সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা দরে

তবে এসব মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলার্সদের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

২০২৫ সালে সোনার বাজারে নজিরবিহীন উত্থান

চলতি বছর সোনার বাজারে রীতিমতো রেকর্ড ভাঙা-বদলের সাক্ষী হয়েছে দেশ। ২০২৫ সালে এখন পর্যন্ত মোট ৯০ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে-

৬৩ বার দাম বেড়েছে

২৭ বার কমেছে

গত বছর অর্থাৎ ২০২৪ সালেও সোনার বাজারে অস্থিরতা ছিল, তবে এত ঘনঘন মূল্যবৃদ্ধির নজির আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ