ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

দুবাইয়ের সম্পত্তি নিয়ে মুখ খুললেন সাবেক ছাত্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ০৯:২৫:২৭
দুবাইয়ের সম্পত্তি নিয়ে মুখ খুললেন সাবেক ছাত্র উপদেষ্টা

হাসান: ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত মুখ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশেষে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে নীরবতা ভেঙেছেন। সাবেক এই উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদর্শিক ভিন্নতার কারণে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন না। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তাঁর ভবিষ্যৎ গন্তব্য এবং দুবাইয়ের সম্পত্তি নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেন।

কোন পথে আসিফের রাজনীতি?উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর আসিফ এখন পুরোদমে নির্বাচনি মাঠে সক্রিয়। তবে কোন পতাকাতলে তিনি দাঁড়াবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। তিনি জানান, বর্তমানে 'জাতীয় নাগরিক কমিটি' (এনসিপি) এবং 'বিএনপি' উভয় পক্ষের সঙ্গেই তাঁর আলোচনা চলছে। তবে এনসিপির সঙ্গে বনিবনা না হলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার চিন্তাও করছেন। আসিফের মতে, নির্বাচন পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করেই তিনি তাঁর স্থায়ী রাজনৈতিক প্ল্যাটফর্ম বেছে নেবেন। সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে তিনি বলেন, "নির্বাচনি ট্রেনে কিছুটা দেরিতে ওঠার কারণে এখন আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হচ্ছে।"

দুবাইয়ের সম্পত্তি ও দুর্নীতির অভিযোগের জবাবউপদেষ্টা থাকাকালীন দুবাইতে সম্পদ গড়ার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, তাকে পুরোপুরি 'ভিত্তিহীন' ও 'অপপ্রচার' বলে উড়িয়ে দিয়েছেন আসিফ। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "বর্তমান ডিজিটাল যুগে গোপন রাখা অসম্ভব। অনেক প্রভাবশালী পক্ষ চেষ্টা করেও আমার দুর্নীতির কোনো প্রমাণ পায়নি।" তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতে গিয়ে অনেকের স্বার্থে আঘাত লাগায় তাঁর বিরুদ্ধে এই ধরণের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। তিনি বিশ্বাস করেন, সত্য চাঁদের মতোই একসময় সবার সামনে প্রকাশিত হবে।

আইনশৃঙ্খলা ও হাদি হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগআসিফ মাহমুদ তাঁর সাক্ষাৎকারে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ডের ঘটনা এবং জননিরাপত্তার অভাব নিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এছাড়া তাঁর প্রস্তাবিত ‘গণপ্রতিরক্ষা’ প্রকল্পকে প্রতিবেশী দেশের সংবাদমাধ্যমগুলো ‘মিলিশিয়া বাহিনী’ হিসেবে আখ্যা দিয়ে যে অপপ্রচার চালিয়েছে, তারও তীব্র নিন্দা জানান তিনি। এই তরুণ নেতার মতে, বর্তমান সময়ে জননিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা।

ট্যাগ: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসিফ মাহমুদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি বিএনপি ও আসিফ মাহমুদ আসিফ মাহমুদ দুবাই সম্পত্তি জামায়াতে ইসলামী ও আসিফ মাহমুদ গণঅভ্যুত্থানের সমন্বয়ক আসিফ আসিফ মাহমুদ সাক্ষাৎকার আজ হাদি হত্যা মামলা আপডেট ইনকিলাব মঞ্চের খবর আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশের রাজনীতি ২০২৬ অন্তর্বর্তী সরকার ও আসিফ মাহমুদ আসিফ মাহমুদের দুর্নীতি তদন্ত আসিফ মাহমুদ ব্রেকিং নিউজ Asif Mahmud Shojib Bhuyain Asif Mahmud Political Future NCP Bangladesh News BNP and Asif Mahmud Asif Mahmud Dubai Property Allegations Asif Mahmud Jamaat-e-Islami News Coordinator Asif Mahmud Interview Bangladesh Politics Update 2026 Hadi Murder Case Investigation Inqilab Mancha Latest News Asif Mahmud Independent Candidate Interim Government Criticisms Asif Mahmud Corruption Response National Civic Committee NCP Asif Mahmud New Party Name

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ