ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

স্বর্ণের বাজারে আ’গুন: ইতিহাসে প্রথমবার এতো বেড়েছে দাম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ০১:১৩:০০
স্বর্ণের বাজারে আ’গুন: ইতিহাসে প্রথমবার এতো বেড়েছে দাম

হাসান: বাংলাদেশের অলঙ্কার বাজারে বাজল আশঙ্কার সুর। মাত্র চার দিনের ব্যবধানে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের উল্লম্ফন ঘটিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম আরও ১,৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়া এই মূল্যবৃদ্ধি দেশের ইতিহাসে স্বর্ণের দামকে নিয়ে গেছে এক অকল্পনীয় উচ্চতায়।

কেন আকাশ ছুঁল স্বর্ণের দাম?বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির মতে, স্থানীয় বুলিয়ন মার্কেটে অলঙ্কার তৈরির প্রধান কাঁচামাল ‘তেজাবি’ স্বর্ণের (Pure Gold) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং স্থানীয় সরবরাহ সংকটের কারণে ডিসেম্বরের শেষে এসে দেশের বাজারে এই নজিরবিহীন সমন্বয় করতে বাধ্য হয়েছে বাজুস।

এক নজরে নতুন মূল্যতালিকা (প্রতি ভরি)আজ থেকে স্বর্ণের নতুন দরগুলো নিম্নরূপ:

২২ ক্যারেট (হলমার্ককৃত): ২,২৭,৮৫৬ টাকা (সর্বকালের সর্বোচ্চ)।

২১ ক্যারেট: ২,১৭,৫৩৪ টাকা।

১৮ ক্যারেট: ১,৮৬,৪৪৯ টাকা।

সনাতন পদ্ধতির সোনা: ১,৫৫,৪২৩ টাকা।

রুপার বাজারেও আগুনের আঁচস্বর্ণের সাথে পাল্লা দিয়ে এবার রুপার দামেও লেগেছে বড় ধাক্কা। এক লাফে প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে। মানভেদে নতুন দাম:

২২ ক্যারেট রুপা: ৬,০৬৫ টাকা।

২১ ক্যারেট রুপা: ৫,৭৭৪ টাকা।

১৮ ক্যারেট রুপা: ৪,৯৫৭ টাকা।

সনাতন পদ্ধতির রুপা: ৩,৭৩২ টাকা।

ক্রেতাদের পকেট কাটবে অতিরিক্ত ভ্যাট ও মজুরিবাজুস স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত মূল্যের সাথে ক্রেতাকে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং অন্তত ৬ শতাংশ মেকিং চার্জ বা মজুরি পরিশোধ করতে হবে। অর্থাৎ, এক ভরি ২২ ক্যারেট গয়না হাতে পেতে একজন ক্রেতাকে বাজার মূল্যের চেয়ে আরও অন্তত ২৫ হাজার টাকার বেশি অতিরিক্ত গুণতে হবে। ডিজাইনভেদে মজুরি আরও বেশি হতে পারে।

বাজার বিশ্লেষণ: গত ২৩ ডিসেম্বরের পর আজ আবারও দাম বৃদ্ধি পাওয়ায় বিয়ের মৌসুমে মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা চরম বিপাকে পড়েছেন। অস্থিতিশীল এই পরিস্থিতিতে বাজারে অলঙ্কার কেনা-বেচায় স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ