ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ২৩:৪১:৪৬
বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা

হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনে নিজেদের তুরুপের তাস বদলে ফেলেছে বিএনপি। নির্বাচনি লড়াইয়ের চূড়ান্ত ধাপে এসে দলটির হেভিওয়েট নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করেছে হাইকমান্ড। এর মাধ্যমে প্রাথমিকভাবে ঘোষিত কাজী মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিল করে আসলাম চৌধুরীর ওপরই আস্থা রাখল দল।

বাসভবনে মনোনয়নপত্র প্রদর্শন ও নেতাকর্মীদের ঢলশনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীর জলিল গেট সংলগ্ন নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ মতবিনিময় সভায় প্রকাশ্যে আসেন আসলাম চৌধুরী। উপস্থিত শত শত নেতাকর্মীর হর্ষধ্বনির মধ্যে তিনি দলের দেওয়া চূড়ান্ত মনোনয়নের চিঠিটি প্রদর্শন করেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "ব্যক্তিগত মান-অভিমান ও কোন্দল ভুলে এখন ধানের শীষের বিজয় নিশ্চিত করার সময়। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সীতাকুণ্ডের আসনটি পুনরুদ্ধার করতে।"

যেভাবে পাল্টালো হিসাবগত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন। সালাউদ্দিন গত ১৮ ডিসেম্বর নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্রও সংগ্রহ করেন। কিন্তু সপ্তাহ না ঘুরতেই কেন্দ্রীয় সিদ্ধান্তে সালাউদ্দিনকে সরিয়ে আসলাম চৌধুরীকে বেছে নেওয়ায় সীতাকুণ্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে।

নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাবআসলাম চৌধুরী নির্বাচনি ময়দানে ফেরায় সীতাকুণ্ড বিএনপির তৃণমূল পর্যায়ে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা এই নেতার প্রত্যাবর্তন দলের সাংগঠনিক শক্তিকে আরও সংহত করবে বলে মনে করছেন স্থানীয় সমর্থকরা। এখন সালাউদ্দিন ও আসলাম চৌধুরীর অনুসারীরা এক হয়ে নির্বাচনি বৈতরণী কতটা সফলভাবে পার করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগ: বিএনপি রাজনীতি Bangladesh Politics BNP nomination মির্জা ফখরুল ইসলাম আলমগীর BNP Final Candidate List Chittagong 13th National Election Bangladesh ধানের শীষ সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী বদল চট্টগ্রাম ৪ আসনে আসলাম চৌধুরী সীতাকুণ্ড নির্বাচন আপডেট ২০২৬ কাজী সালাউদ্দিনের মনোনয়ন বাতিল আসলাম চৌধুরী বিএনপি সীতাকুণ্ড চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ভাটিয়ারী বিএনপি মতবিনিময় সভা আসলাম চৌধুরী বনাম সালাউদ্দিন ধানের শীষের চূড়ান্ত প্রার্থী তালিকা সীতাকুণ্ড বিএনপির খবর আজ আসলাম চৌধুরীর মনোনয়নপত্র প্রদর্শন চট্টগ্রাম ৪ আসন সমীকরণ সীতাকুণ্ডে ধানের শীষের প্রার্থী কে আসলাম চৌধুরী রিটার্ন Sitakunda BNP Candidate 2026 Aslam Chowdhury Chittagong 4 Kazi Salauddin Nomination Cancelled Sitakunda Election Update Today Aslam Chowdhury News Sitakunda Chittagong 4 Constituency BNP Aslam Chowdhury Nomination Letter Sitakunda Politics Update BD Aslam Chowdhury Bhatiary Meeting Chittagong North BNP Candidate Sitakunda Dhaner Sheesh Update Sitakunda Seat News Live Aslam Chowdhury Back to Election আসলাম চৌধুরী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সীতাকুণ্ড চট্টগ্রাম-৪ Election 2025 প্রার্থী বদল BNP বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা Aslam Chowdhury মনোনয়ন পরিবর্তন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সীতাকুণ্ডের খবর ২০২৫ নির্বাচন আসলাম চৌধুরীর মনোনয়ন চট্টগ্রাম-৪ বিএনপির প্রার্থী সীতাকুণ্ড বিএনপি মনোনয়ন বিএনপির প্রার্থী বদল আসলাম চৌধুরী বিএনপি ধানের শীষের প্রার্থী পরিবর্তন চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন মোহাম্মদ আসলাম চৌধুরী আসলাম চৌধুরী সীতাকুণ্ড কাজী সালাউদ্দিন বিএনপি সীতাকুণ্ড রাজনীতি চট্টগ্রামের রাজনৈতিক নিউজ ভাটিয়ারী বিএনপি চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী কে? সীতাকুণ্ডে সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরী বিএনপির প্রার্থী পরিবর্তন চট্টগ্রাম ৪ আসলাম চৌধুরীর চূড়ান্ত মনোনয়ন সীতাকুণ্ড বিএনপি মতবিনিময় সভা Chittagong-4 Sitakunda Kazi Mohammad Salahuddin Candidate Change Sitakunda News Mohammad Aslam Chowdhury BNP candidate Chittagong-4 Sitakunda BNP nomination Chittagong North District BNP BNP candidate change 2025 Sitakunda election news Chittagong-4 Constituency

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ