ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

মেসির সঙ্গে মায়ামিতে খেলতে চান রোনালদো-দেখুন বিস্তারিত

ফুটবল ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ১৮:১১:৫৭
মেসির সঙ্গে মায়ামিতে খেলতে চান রোনালদো-দেখুন বিস্তারিত

হাসান: শিরোনাম যতই আকর্ষণীয় হোক না কেন, ফুটবল বিশ্বের দুই মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির একই দলে খেলা কল্পনাই কঠিন। মাঠে তারা দীর্ঘ বছর ধরে একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছেন। এমন দৃশ্য বাস্তবে দেখা মানে যেন স্বপ্নের মতো।

তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো সম্প্রতি দাবি করেছে, রোনালদো ক্যারিয়ারের সায়াহ্নে মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।

কিন্তু সতর্কতা: প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২৮ ডিসেম্বর, যা স্পেনে প্রায় “এপ্রিল ফুল’স ডে”–এর মতো সময় হিসেবে পরিচিত। অর্থাৎ, মেসি-রোনালদোর জুটি নিয়ে সংবাদটি পাঠকদের সঙ্গে মজা করার উদ্দেশ্যেই লেখা।

প্রতিবেদনে যেসব কারণে রোনালদো মায়ামিতে খেলতে চান:

১. সৌদি আরবে মানুষের মনোযোগ: আল নাসরের ম্যাচে গোল করার চেয়ে উটের দৌড়ে দর্শকের আগ্রহ বেশি। রোনালদো এটি মেনে নিতে পারছেন না।

২. চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ: সৌদি রোদ তাঁর সংবেদনশীল ত্বকের জন্য ক্ষতিকর। মায়ামির রোদ তাঁর ত্বকের জন্য উপযুক্ত।

৩. বডিবিল্ডিং ও ব্যক্তিগত প্রচারণা: মায়ামির বিচে নিখুঁত ‘সিক্স প্যাক’ প্রদর্শন করে রোনালদো ভক্তসংখ্যা বাড়াতে পারেন।

৪. হলিউডে ক্যারিয়ারের সম্ভাবনা: ‘টার্মিনেটর’ সিনেমার সপ্তম কিস্তিতে অভিনয় প্রস্তাব থাকায় মায়ামি হতে পারে লঞ্চপ্যাড।

৫. গোপন কৌশল: মেসির সঙ্গে খেললে রোনালদো নিজেই ফ্রি-কিক ও পেনাল্টি নিতে পারবেন, যাতে গোলসংখ্যায় মেসিকে ছাড়িয়ে যাওয়া সহজ হয়।

সর্বশেষে, প্রতিবেদনের মূল লক্ষ্য শুধু পাঠকদের বিনোদন এটির সঙ্গে বাস্তবতার কোনো যোগসূত্র নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ