ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ২২:৪২:৩৬
আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা

হাসান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রার্থী তালিকায় বড় ধরনের কাটছাঁট করল বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় বেশ কিছু হেভিওয়েট নেতার আসন পরিবর্তন, নতুন মুখের অন্তর্ভুক্তি এবং জোটের শরিকদের জন্য আসন ছেড়ে দেওয়ার মতো চমকপ্রদ সিদ্ধান্ত লক্ষ্য করা গেছে।

ঢাকার সমীকরণে বড় পরিবর্তনআসন সমঝোতার ভিত্তিতে ঢাকা-১২ আসনটি যুগপৎ আন্দোলনের দীর্ঘদিনের সঙ্গী বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে যুবদলের সাবেক জনপ্রিয় সভাপতি সাইফুল আলম নীরবের পরিবর্তে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জোটের ঐক্য ধরে রাখতেই বিএনপির এই ত্যাগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামে আসলাম চৌধুরীর চমক ও খসরুর আসন বদলচট্টগ্রামের রাজনীতিতে সবচেয়ে বড় খবর হলো হেভিওয়েট নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীর ফেরা। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আসন বদল হয়েছে; তাকে চট্টগ্রাম-১০ থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। আমীর খসরুর ছেড়ে দেওয়া চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে ও পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান।

যশোরে চার আসনে রদবদল ও পিরোজপুর আপডেটযশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই বড় পরিবর্তন এনেছে বিএনপি। যশোর-১ (শার্শা) আসনে মফিকুল হাসান তৃপ্তির পরিবর্তে নুরুজ্জামান লিটন এবং যশোর-৪ আসনে মতিয়ার রহমান ফারাজীকে মনোনয়ন দেওয়া হয়েছে। মণিরামপুর তথা যশোর-৫ আসনটি জোটের শরিক জমিয়তে ওলামায়ে ইসলামকে (মুফতি রশীদ বিন ওয়াক্কাস) ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া যশোর-৬ (কেশবপুর) আসনে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের পরিবর্তে আবুল হোসেন আজাদকে চূড়ান্ত করা হয়েছে। পিরোজপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন অধ্যক্ষ আলমগীর হোসেন।

একনজরে বিএনপির চূড়ান্ত প্রার্থী পরিবর্তনের তালিকা

আসন প্রাথমিক প্রার্থী চূড়ান্ত মনোনীত প্রার্থী
ঢাকা-১২ সাইফুল আলম নীরব সাইফুল হক (জোট)
চট্টগ্রাম-৪ কাজী সালাউদ্দিন মোহাম্মদ আসলাম চৌধুরী
চট্টগ্রাম-১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী সাঈদ আল নোমান
চট্টগ্রাম-১১ - আমীর খসরু মাহমুদ চৌধুরী
যশোর-১ মফিকুল হাসান তৃপ্তি নুরুজ্জামান লিটন
যশোর-৪ টিএস আইয়ুব মতিয়ার রহমান ফারাজী
যশোর-৫ শহীদ ইকবাল হোসেন মুফতি রশীদ বিন ওয়াক্কাস (জোট)
যশোর-৬ কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আবুল হোসেন আজাদ
ট্যাগ: বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা ২০২৬ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ আসলাম চৌধুরী সীতাকুণ্ড বিএনপি সাঈদ আল নোমান চট্টগ্রাম-১০ সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিএনপি ও জোটের আসন সমঝোতা যশোর জেলা বিএনপি প্রার্থী তালিকা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ মনোনয়ন বাতিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপডেট বিএনপির মনোনয়ন পরিবর্তন মফিকুল হাসান তৃপ্তি বাদ সাইফুল আলম নীরব ঢাকা-১২ পিরোজপুর-১ অধ্যক্ষ আলমগীর হোসেন বিএনপি নির্বাচনী সংবাদ BNP Final Candidate List 2026 Mirza Fakhrul Nomination Announcement Amir Khosru Mahmud Chowdhury Seat Change Mohammad Aslam Chowdhury Chittagong-4 Sayeed Al Noman BNP Saiful Huq Revolutionary Workers Party BNP Alliance Seat Sharing Jashore BNP Candidate List 2026 Kazi Raonakul Islam Srabon Nomination 13th National Election Bangladesh News BNP Final Nominees Today Jashore-5 Mufti Rashid Bin Waqkas BNP Politics Update BD Chittagong-11 Amir Khosru Jashore-6 Abul Hossain Azad

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ