ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ১৬:২৭:০৭
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য

হাসান: সাম্প্রতিক কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও চাকরিপ্রার্থীদের বিভিন্ন গ্রুপে একটি প্রশ্নই সবচেয়ে বেশি ঘুরছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কি স্থগিত হয়ে গেছে? হঠাৎ ছড়িয়ে পড়া এই খবরে অনেক পরীক্ষার্থীই পড়েছেন দুশ্চিন্তায়। তবে যাচাই করে জানা গেছে, এই তথ্য সঠিক নয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়নি।

কোন পরীক্ষাটি আসলে স্থগিত হয়েছে?

খোঁজ নিয়ে জানা যায়, যে পরীক্ষাটি স্থগিত হয়েছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ নয়। বরং শিক্ষা অধিদপ্তরের (DSHE) অধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই স্থগিতাদেশের খবর ছড়িয়ে পড়ার পরই অনেকেই ভুলভাবে ধরে নিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষাও হয়তো বাতিল বা স্থগিত হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবস্থান

এ বিষয়ে এখন পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিংবা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত কোনো নোটিশ বা নির্দেশনা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এমন কোনো ঘোষণা না আসায় পরিষ্কারভাবে বলা যায়—গুজবে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

সঠিক আপডেট পেতে করণীয়

নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নতুন তারিখ বা প্রবেশপত্র সংক্রান্ত তথ্য জানতে নির্ভরযোগ্য ও যাচাইকৃত উৎসে নজর রাখুন।

পরীক্ষার সর্বশেষ আপডেট, নতুন সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন: 24newsbox.com। আমরা তথ্য যাচাই করে সঠিক খবর পাঠকদের কাছে তুলে ধরি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ