ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

বিশ্বকাপ ব্যানারে আইসিসির বৈষম্য, নেই বাংলাদেশ-পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১২ ২৩:২৯:৪৮
বিশ্বকাপ ব্যানারে আইসিসির বৈষম্য, নেই বাংলাদেশ-পাকিস্তান

হাসান: ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) টুর্নামেন্টের প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে সংস্থাটি। অথচ যে ছবি দিয়ে টিকিট ছাড়ার ঘোষণা করা হয়েছে, সেখানে নেই বাংলাদেশ-পাকিস্তানের কোনো খেলোয়াড়।

বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি। যে ছবিটা আইসিসি বিভিন্ন মাধ্যমে পোস্ট করেছেন, সেখানে আছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক। পাকিস্তানের অধিনায়কের ছবি না রাখায় সমর্থকেরা জানিয়েছেন প্রতিবাদ।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। তার মধ্যে আইসিসির পোস্টারে রাখা হয়েছে পাঁচ দলের অধিনায়কের ছবি। বাকি ১৫ দলের কোনো ক্রিকেটারের ছবি রাখা হয়নি সেখানে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে প্রথম পর্বের টিকিট বিক্রি। তবে দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে কবে থেকে, সে বিষয়ে কিছু জানা যায়নি। অন্যদিকে টিকিটের সর্বোচ্চ মূল্য কত, তাও এখনও পর্যন্ত জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ