ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে-জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১২ ০০:০৫:১০
ঘরে বসেই নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন যেভাবে-জানুন বিস্তারিত

হাসান: জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি শুধু পরিচয়ের প্রমাণ নয় এটি এখন দৈনন্দিন জীবনের প্রায় সব কাজে অপরিহার্য। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ–নগদ, এমনকি মোবাইল সিম পর্যন্ত সব ক্ষেত্রেই আপনার NID প্রয়োজন।

যারা নতুন ভোটার হয়েছেন এবং ছবি–ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, কিন্তু এখনো হাতে কার্ড পাননি তাদের জন্য রয়েছে সুখবর। এখন ঘরে বসেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে জাতীয় পরিচয়পত্রের ডিজিটাল কপি ডাউনলোড করা যায়।

কী লাগবে?

ডাউনলোড করতে প্রয়োজন হবে-

ভোটার নিবন্ধনের সময় পাওয়া Form Number (শুরুর দিকে NIDFN লিখতে হয়)

জন্মতারিখ

নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর

NID Wallet App (ফেস ভেরিফিকেশনের জন্য)

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোডের ধাপ

১. ভিজিট করুন সরকারি ওয়েবসাইট:https://services.nidw.gov.bd/nid-pub/

২. Register / নিবন্ধন অপশনে ক্লিক করুন।

৩. দিন আপনার Form Number (যেমন: NIDFN123456789), জন্মতারিখ ও ভেরিফিকেশন কোড।

৪. বর্তমান ও স্থায়ী ঠিকানা যুক্ত করে এগিয়ে যান।

৫. মোবাইল নম্বর ভেরিফাই করুন এসএমএসে আসা OTP কোডটি দিন।

৬. এখন করতে হবে Face Verification। এজন্য মোবাইলে NID Wallet App ব্যবহার করে ফেস স্ক্যান সম্পন্ন করুন।

৭. ভেরিফিকেশন সফল হলে আপনি ঢুকবেন NID Dashboard-এ।

৮. নিচে থাকা Download অপশন থেকে PDF ফরম্যাটে আপনার ডিজিটাল আইডি কার্ড সংগ্রহ করুন।

গুরুত্বপূর্ণ তথ্য ও করণীয়

ফরম নম্বর না পেলে নিবন্ধনের সময় পাওয়া SMS-এর ID ব্যবহার করা যাবে।

ফেস ভেরিফিকেশন ছাড়া ডাউনলোড সম্ভব নয়।

ডাউনলোডকৃত NID সরকারি প্রাথমিক কাজে ব্যবহার করা যাবে; স্মার্ট কার্ড পেতে কিছুটা সময় লাগতে পারে।

সমস্যা হলে ইসি অফিসে যান বা কল করুন NID Helpline 105 নম্বরে।

ডিজিটাল যুগে আর অপেক্ষায় থাকার প্রয়োজন নেই আপনার জাতীয় পরিচয় এখন মাত্র কয়েক মিনিটে হাতের নাগালে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ