ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল আজ, কখন-যেভাবে দেখবেন(LIVE)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১১ ১৪:৫৫:৩২
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল আজ, কখন-যেভাবে দেখবেন(LIVE)

হাসান: আজ সন্ধ্যায় (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ।

গতকালই বিটিভি ও বেতারে ভাষণ রেকর্ড করেছেন সিইসি। রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে গতকাল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা।রাষ্ট্রপতিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে অবহিত করা হয়। বঙ্গভবন থেকে ফেরার পর নির্বাচন ভবনে বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড করে। ভাষণ রেকর্ডের সময় বিশেষ গোপনীয়তা অবলম্বন করা হয়। কবে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে তা গোপন রাখা হয়।

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এরমধ্যে ১২ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের সবচেয়ে বেশি উপযুক্ত দিন হিসেবে বিবেচনা করছে ইসি। কমিশন তফসিল ও ভোটগ্রহণের দিন নিয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করছে। তবে বিকল্প দিনেও ভোট হতে পারে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ফেব্রুয়ারির ৮ অথবা ১২ তারিখে ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। অতীতে বেশ কয়েকটি জাতীয় সংসদ নির্বাচনে রবিবার ভোট গ্রহণ করা হয়েছে। এবারও রবিবার, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি ভোটের তারিখ নির্ধারণ করা হতে পারে। নির্বাচন কমিশন আগেই জানিয়ে রেখেছে, তফসিল ঘোষণার পর ২৪ ঘণ্টার মধ্যে রাজনৈতিক দল ও সম্ভাব্য প্রার্থীদের প্রচারসামগ্রী (পোস্টার, ব্যানার) সরিয়ে না নেওয়া হলে নির্বাচনী আচরণবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি প্রতিপালন ও নিশ্চিতকরণের জন্য তফসিল ঘোষণার পরদিন থেকে প্রতিটি উপজেলা/থানায় দুজন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। ম্যাজিস্ট্রেটের সংখ্য শেষ পাঁচ দিন, অর্থাৎ নির্বাচনের আগের তিন দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন বেড়ে যাবে। নির্বাচনী এলাকায় সোশ্যাল সেফটি নেটওয়ার্ক ছাড়া সব ধরনের অনুদান, ত্রাণ ইত্যাদি বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এ ছাড়া তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না। গত ৭ ডিসেম্বর নির্বাচন কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ বিষয়গুলো জানিয়েছিলেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ