ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

স্বর্ণের দাম কমেছে, জানুন আজকের বাজারদর (১০ ডিসেম্বর)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ১২:২৬:১৮
স্বর্ণের দাম কমেছে, জানুন আজকের বাজারদর (১০ ডিসেম্বর)

হাসান: দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যহ্রাসের ঢেউ নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্যতালিকা প্রকাশ করে জানিয়েছে বুধবার থেকে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা দামে। এর আগের দিন মঙ্গলবারই প্রতিষ্ঠানটি ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়।

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের দাম কমে আসায় আন্তর্জাতিক বাজারের অবস্থা বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্যতালিকায় স্বর্ণের দাম

বাজুস ঘোষিত নতুন তালিকা অনুযায়ী-

২২ ক্যারেট ২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট ১,৭২,৭০৯ টাকা

সনাতন পদ্ধতি ১,৪৩,৬৮৯ টাকা (প্রতি ভরি- ১১.৬৬৪ গ্রাম)

স্বর্ণ কেনার ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস ঘোষিত ন্যূনতম ৬% মজুরি বাধ্যতামূলকভাবে যোগ হবে। তবে বাজুস জানিয়েছে গয়নার মান, নকশা ও কাজের সূক্ষ্মতার ওপর নির্ভর করে মজুরি পরিবর্তিত হতে পারে।

এর আগে বাড়ানো হয়েছিল দাম

১ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস ভরিপ্রতি ১,৫৭৫ টাকা বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। একই দিনে-

২১ ক্যারেট- ২,০২,৪৯৯ টাকা

১৮ ক্যারেট- ১,৭৩,৫৭২ টাকা

সনাতন- ১,৪৪,৪২৪ টাকা নির্ধারণ করা হয়, যা ২ ডিসেম্বর থেকে কার্যকর ছিল।

রুপার বাজারে স্থিতিশীলতা

স্বর্ণের বাজারে দাম ওঠানামা করলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে-

২২ ক্যারেট রুপা- ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা- ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা- ৩,৪৭৬ টাকা

সনাতন রুপা- ২,৬০১ টাকা দামে ভরি রুপা বিক্রি হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ