ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সাকিবকে নিয়ে চুড়ান্ত নিলো বিসিবি সভাপতি ফারুখ আহমেদ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ৩০ ১৬:৫০:৩৪
সাকিবকে নিয়ে চুড়ান্ত নিলো বিসিবি সভাপতি ফারুখ আহমেদ

সাকিবের ইস্যুতে গোটা ক্রিকেটমহল তোলপাড় হয়ে থমথমে অবস্থা বিরাজ করছিল। এদিকে আজ জরুরি বোর্ড সভায় সাকিবকে নিয়ে চুড়ান্ত নিলো বিসিবি সভাপতি ফারুখ আহমেদ। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আফগানিস্তানের সাথে সেই সিরিজটি ওয়ানডে ফরম্যাটে হওয়া সাকিবের খেলা নিয়ে অনেক আলোচনা চলছিল। অবশেষে আজ সব পর্দার উন্মোচন করলেন বিসিবি সভাপতি ফারুখ আহমেদ।

সভা শেষে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনো দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।'

এর আগে আসন্ন সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় বিসিবির কোটে বল ঠেলে দিয়েছিলেন সাকিব। ক্রিকবাজকে তিনি বলছিলেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’

এদিকে সবকিছু ঠিক থাকলে সাকিবের দঃ আফ্রিকা সিরিজে শেষ টেস্ট খেলার কথা ছিল। সে অনুযায়ী সব ঠিক ঠাক চলছিল। তার আগ্রহের কথা বিবেচনায় রেখে তাকে রেখেই দল সাজিয়েছিল বিসিবি। যদিও আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারণে দেশে ফেরা স্থগিত হয়ে যায় তার। পিছু হটে ক্রিকেট বোর্ডও। টাইগার অলরাউন্ডারকে বাদ দিয়েই নতুন করে স্কোয়াড সাজানো হয়।

চলতি টেস্ট ম্যাচের পর আর তেমন কোন সুযোগ পাচ্ছে না টাইগাররা। আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ