ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

হাত-পা নেই, তবু জিপিএ-৫! সাহসী লিতুন জিরার গল্পে আপ্লুত দেশ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ১০ ১৭:৫৬:২০
হাত-পা নেই, তবু জিপিএ-৫! সাহসী লিতুন জিরার গল্পে আপ্লুত দেশ

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরের সাতনল খানপুর গ্রামের এক বিস্ময়ক কিশোরীর নাম লিতুন জিরা। জন্ম থেকেই তার নেই হাত-পা, তবে মনোবল ছিল পাহাড়সম। সেই অদম্য মানসিক শক্তি আর অসীম ইচ্ছাশক্তি নিয়ে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে সে।

১০ জুলাই ফলাফল প্রকাশের পর থেকেই জিরার পরিবারে বইছে আনন্দের জোয়ার। মা জাহানারা বেগম আবেগে কেঁদে ফেলেন, আর বাবা হাবিবুর রহমানের চোখে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। মেয়ের সাফল্যে প্রতিবন্ধকতা নয়, আজ আলোচনায় শুধু তার দৃঢ়তা আর সম্ভাবনা।

ছোটবেলা থেকেই লিতুন ছিল অন্য সবার চেয়ে আলাদা। পিইসি ও জেএসসি পরীক্ষায় ভালো ফল করে পেয়েছে বৃত্তি। পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রতিযোগিতায়ও রেখেছে উজ্জ্বল উপস্থিতি।

জিরা জানায়, “আমি বড় হয়ে চিকিৎসক হতে চাই, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন।”

তার বাবা একজন কলেজশিক্ষক হলেও দীর্ঘ ১৯ বছরেও চাকরি এমপিওভুক্ত হয়নি। তবু মেয়ের পড়ালেখা থেমে থাকেনি কখনও। হুইলচেয়ারে করে কাদামাটি মাড়িয়ে স্কুলে পৌঁছে দেওয়া, ঝড়-বর্ষায় ছাতা হয়ে পাশে থাকা—সবই করেছেন নিঃশব্দ ভালোবাসা থেকে।

মা জাহানারা বলেন, “জন্মের পর বহু রাত আমি চোখের জল ফেলেছি। ভাবতাম, এই মেয়ে কীভাবে বড় হবে! কিন্তু আজ সে নিজেই দেখিয়ে দিয়েছে, ইচ্ছাশক্তি থাকলে সব কিছু সম্ভব।”

শারীরিক সীমাবদ্ধতা জিরাকে আটকে রাখতে পারেনি, বরং এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। নিজের সংগ্রাম দিয়ে সে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে চায়।

মানবসেবায় নিজেকে উৎসর্গ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা লিতুন জিরা তার শিক্ষা ও ভবিষ্যৎ পথচলায় সকলের ভালোবাসা ও দোয়া কামনা করেছে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ