ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

নাটকীয় জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৫ ২৩:০৭:২৬
নাটকীয় জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর এই ম্যাচটি ছিল টাইগারদের জন্য বাঁচা-মরার লড়াই। পারভেজ ইমন ও হৃদয়ের ঝকঝকে ফিফটি আর তানভীর ইসলামের দুর্দান্ত স্পিন বোলিংয়ে ১৬ রানের রোমাঞ্চকর জয় নিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৪৮ রানে অলআউট হয়। ইনিংসের শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং, তবে ওপেনার পারভেজ ইমন ৬৯ বলে ৬৭ রানের কার্যকর ইনিংস খেলেন। তাওহীদ হৃদয় করেন ৫১ রান, আর ইনিংসের শেষভাগে তানজিম হাসান সাকিব ২১ বলে অপরাজিত ৩৩ রান করে দলের স্কোরটা প্রতিযোগিতামূলক করে তোলেন।

লঙ্কান বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল—নেন ৪ উইকেট। হাসারাঙ্গা ৩টি, চামিরা ও আসালাঙ্কা ১টি করে উইকেট শিকার করেন।

২৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক শ্রীলঙ্কা। তানজিম সাকিবের দুর্দান্ত বলে আউট হন ওপেনার নিশাঙ্কা। এরপর মাঠে নামেন তানভীর ইসলাম—বাংলাদেশের বোলিং আক্রমণের নায়ক। তার ঘূর্ণিতে একে একে ফিরতে থাকেন মাদুশকা, কুশাল মেন্ডিস (৩১ বলে ৫০), ভেল্লালাগে ও থিকশানা।

একপর্যায়ে ১৭০ রানে ৮ উইকেট হারিয়ে প্রায় হেরে বসেছিল শ্রীলঙ্কা। তখন একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান জানিথ লিয়ানাগে। তার ৭৮ রানের দৃঢ় ইনিংসে কিছুটা সম্ভাবনা জাগলেও, মোস্তাফিজুর রহমান তাকে ফিরিয়ে দিলে শেষ হয়ে যায় লঙ্কানদের স্বপ্ন।

বাংলাদেশের ইনিংসে শুরুতেই আউট হন তানজিদ হাসান তামিম। এরপর শান্ত ও ইমন মিলে গড়েন ৬৩ রানের গুরুত্বপূর্ণ জুটি। শান্ত করেন ৩০ রান। হৃদয়ের সঙ্গে ইমনের দারুণ বোঝাপড়ায় দল এগিয়ে যায়, কিন্তু মাঝপথে রান আউট হয়ে যান হৃদয়। মিরাজ ফেরেন মাত্র ৯ রানে—যা টানা দ্বিতীয় ব্যর্থতা। এরপর জাকের আলীর ২৪ রান ও সাকিবের ঝড়ো ইনিংস দলকে এনে দেয় সম্মানজনক স্কোর।

১৬ রানের এই জয় শুধু একটি জয় নয়—এটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চাবিকাঠি। এখন সিরিজ ১-১ সমতায়। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে উঠবে সিরিজ নির্ধারণী ফাইনালের মতো।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ