ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

স্বামী-স্ত্রীর মিলনের জন্য সরকারি ছুটি, সন্তান হলেই বড় পুরস্কার

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৪ ১২:১৮:৪৩
স্বামী-স্ত্রীর মিলনের জন্য সরকারি ছুটি, সন্তান হলেই বড় পুরস্কার

বিশ্বজুড়ে ছুটির কারণ হিসেবে আমরা সাধারণত দেখি—ধর্মীয় উৎসব, ঐতিহ্য কিংবা কোনো মহান ব্যক্তির জন্মদিন। কিন্তু রাশিয়ায় রয়েছে এক ব্যতিক্রমী ছুটি, যার উদ্দেশ্য পুরোপুরি আলাদা—দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দেওয়া!

প্রতি বছর ১২ সেপ্টেম্বর রাশিয়ায় পালিত হয় ‘কনসেপশন ডে’ (Conception Day)। এটি সরকার ঘোষিত একটি বিশেষ ছুটি, যেখানে স্বামী-স্ত্রীদের একান্ত সময় কাটানোর জন্য উৎসাহিত করা হয়, যাতে তারা পরিবারে নতুন সদস্য আনার কথা ভাবেন।

রাশিয়ান সরকারের বিশ্বাস, জনসংখ্যা বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হলো—দম্পতিদের সন্তান নিতে উৎসাহিত করা। আর এই ‘কনসেপশন ডে’ তারই বাস্তব প্রয়োগ।

শুধু ছুটি দিয়েই থেমে যায় না এই উদ্যোগ—যদি কোনো দম্পতি এই দিন একান্ত সময় কাটানোর পর সন্তান ধারণ করেন এবং সেই সন্তান ঠিক ৯ মাস পরে জন্ম নেয়, তাহলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

এটিকে জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় রাশিয়ার একটি অভিনব ও ব্যতিক্রমধর্মী কৌশল হিসেবে দেখা হয়। বিশ্বের অনেক দেশ যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন, সেখানে রাশিয়া অভিনব উপায়ে সমাধানের পথ খুঁজে নিচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ