ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

তালেবান সরকারকে স্বীকৃতি দিল প্রথম অমুসলিম একদেশ

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০৪ ১১:৪৩:১৯
তালেবান সরকারকে স্বীকৃতি দিল প্রথম অমুসলিম একদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক কূটনীতিতে এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে রাশিয়া। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল মস্কো। কোনো অমুসলিম দেশ হিসেবে তালেবান সরকারের প্রতি এই প্রথম সরাসরি সমর্থন জানালো রাশিয়া।

২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দেশটির ক্ষমতায় আসে তালেবান। তবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সরকারকে স্বীকৃতি দিতে দ্বিধা করে আসছিল। এই প্রেক্ষাপটে রাশিয়ার এমন সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (৩ জুলাই) মস্কোতে নিযুক্ত নতুন আফগান রাষ্ট্রদূত গুল হাসান আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকোর হাতে। এই ঘটনার মাধ্যমে কার্যত তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "আমরা আশা করি, এই স্বীকৃতির ফলে রাশিয়া ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে।"

তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে কাবুলে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন, "রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্যান্য দেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। স্পষ্ট যে, স্বীকৃতির ক্ষেত্রে রাশিয়া অগ্রগামী।"*

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দেবে এবং অন্য দেশগুলোকেও তাদের অবস্থান পুনর্বিবেচনায় বাধ্য করতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ