সদ্য সংবাদ
বৃষ্টি ভেসে দিলে কার হাতে উঠবে আইপিএল ২০২৫-এর ট্রফি

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫-এর জমজমাট ফাইনালে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে গড়াবে এই মর্যাদাপূর্ণ ম্যাচ। যদিও আবহাওয়া নিয়ে রয়ে গেছে বড় শঙ্কা।
প্রথমে ফাইনাল ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজনের পরিকল্পনা থাকলেও বর্ষার পূর্বাভাসে স্থান বদলে নেওয়া হয়। কিন্তু আহমেদাবাদেও বৃষ্টি চোখ রাঙাচ্ছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ৩ জুন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৫০ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর কিছুটা উন্নতির আভাস থাকলেও বৃষ্টির কারণে ম্যাচে বিঘ্ন ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তবে বৃষ্টি হলে ম্যাচ চালিয়ে নেওয়ার জন্য থাকছে বাড়তি ১২০ মিনিট অতিরিক্ত সময়। তাতেও ম্যাচ শুরু না হলে রাখা হয়েছে ৪ জুন—রিজার্ভ ডে। ওইদিন আবহাওয়া তুলনামূলক ভালো থাকার সম্ভাবনা রয়েছে।
কিন্তু রিজার্ভ ডেতেও যদি ম্যাচ মাঠে না গড়ায়, তবে লিগ পর্বে এগিয়ে থাকা দল হিসেবে পাঞ্জাব কিংস-কে আইপিএল ২০২৫-এর চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
উল্লেখযোগ্যভাবে, দুদলই এখনও পর্যন্ত আইপিএলে শিরোপা জিততে পারেনি।
* পাঞ্জাব কিংস একবার, ২০১৪ সালে ফাইনালে উঠে হেরেছিল কলকাতার কাছে।
* বেঙ্গালুরু তিনবার ফাইনালে খেললেও, প্রতিবারই খালি হাতে ফিরেছে।
চলতি মৌসুমে দুই দলই ১৪ ম্যাচে ৯টি করে জয় অর্জন করে। কোয়ালিফায়ার-১-এ পাঞ্জাব হারায় বেঙ্গালুরুকে, এরপর কোয়ালিফায়ার-২ জিতে তারা আবার মুখোমুখি হচ্ছে ফাইনালে।
সবকিছু ঠিক থাকলে ক্রিকেট ভক্তরা এক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে পাবেন। তবে প্রকৃতি যদি বাধা হয়ে দাঁড়ায়—তাহলে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসবে পাঞ্জাব কিংস।
আশা/