সদ্য সংবাদ
নাহিদের সাবেক পিএ’র বিরুদ্ধে ১৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নগদ মোবাইল আর্থিক সেবায় ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আবারও আলোচনায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) আতিক মুরশেদ।
শুধু অর্থ আত্মসাত নয়, প্রতিষ্ঠানে আত্মীয়-স্বজনদের চাকরি দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এই অভিযোগ এনেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ৩০ মে নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, নগদের ডেপুটি সিইও মঈজ নাসনিম তোকির সঙ্গে আঁতাত করে আতিক মুরশেদ অন্তত ১৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
রাশেদ খান বলেন, “এত বড় দুর্নীতির ঘটনায় আতিক মুরশেদের পাশাপাশি নাহিদ ইসলামও দায় এড়াতে পারেন না। সবকিছুই ঘটেছে তার নাকের ডগায়।”
সূত্র অনুযায়ী, ১৮ মে রাতে ডেপুটি সিইও মঈজ নাসনিমকে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। কিন্তু রহস্যজনকভাবে, পরদিন বিকেলেই তাকে ছেড়ে দেওয়া হয়। রাশেদ খান দাবি করেন, এই ‘অস্বাভাবিক মুক্তির’ পেছনে আতিক মুরশেদের প্রভাব রয়েছে।
তাঁর অভিযোগ, আতিক মুরশেদ নগদে কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও নিয়মিতভাবে প্রতিষ্ঠানটির ছয়তলার একটি কক্ষ ব্যবহার করেন এবং কার্যত সব সিদ্ধান্তেই প্রভাব খাটান। তিনি আরও বলেন, আতিক নিজের স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে ‘ম্যানেজার (কমপ্লায়েন্স)’ পদে নিয়োগ দিয়েছেন, পাশাপাশি আরও একাধিক আত্মীয়কে নগদের বিভিন্ন পদে বসিয়েছেন।
এ প্রসঙ্গে রাশেদ খানের প্রশ্ন, “আতিক কি নাহিদ ইসলামের পরামর্শেই এসব করেছেন? যদি না করে থাকেন, তাহলে দায়িত্বে থাকার সময় নাহিদ কোনো ব্যবস্থা নেননি কেন?”
অবশেষে ৩০ মে নিজের ফেসবুকে একটি পোস্টে আতিক মুরশেদ এসব অভিযোগের জবাব দেন। তিনি লেখেন, ডাক বিভাগ নগদে ব্যয় সংক্রান্ত হিসাব চেয়েছিল, যেখানে দেখা যায় প্রায় ৪৩ কোটি টাকা ব্যয় হয়েছে — যার মধ্যে ছিল কর্মীদের বেতন, অফিস ভাড়া, ভেন্ডর বিল ও প্রশাসনিক খরচ।
তিনি মন্তব্য করেন, “কারও গল্প লেখার আগে একটু তথ্য-উপাত্ত যাচাই করা উচিত।”
এই ঘটনাটি শুধু আর্থিক নয়, প্রশাসনিক ও রাজনৈতিক ভাবেও গুরুত্ব পাচ্ছে। এখন দেখার বিষয়, তদন্ত কতদূর এগোয় এবং কারা প্রকৃতপক্ষে দায়ী হিসেবে চিহ্নিত হন।
–সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা