সদ্য সংবাদ
ঢাকায় ছয়বার ব্যর্থ অবতরণ, অবশেষে সপ্তম চেষ্টায় সফল

নিজস্ব প্রতিবেদক: দুবাই থেকে ঢাকাগামী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট EK586 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়বার অবতরণের চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রবল ঝড় ও ভারি বৃষ্টির কারণে প্রতিবারই রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পেয়ে পাইলটকে ফিরে যেতে হয়। দীর্ঘ সময় আকাশে চক্কর দিতে থাকা এই বিমানে সৃষ্টি হয় চরম উৎকণ্ঠা ও আতঙ্ক। অনেক যাত্রী কাঁদতে শুরু করেন, কেউ কেউ কালিমা পড়ে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন।
ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছেন বহু দর্শক।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৯ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল EK586 ফ্লাইটটি। প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শেষে ঢাকা পৌঁছালেও প্রবল ঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একাধিকবার ব্যর্থ হয় অবতরণের প্রচেষ্টা। এক ঘণ্টারও বেশি সময় আকাশে চক্কর দিতে থাকে বিমানটি।
অবশেষে সপ্তম চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে বিমানটি সফলভাবে অবতরণ করে, যা যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দেয়।
সূত্র জানিয়েছে, ভয়াবহ আবহাওয়ার কারণে বিমানটি তার পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে পাকিস্তান ও ভারতের জয়পুর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঝড়ো হাওয়ায় রানওয়ে দেখা কঠিন হয়ে পড়েছিল, ভূমি পিচ্ছিল হয়ে যাওয়ায় অবতরণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এ বিষয়ে একজন অভিজ্ঞ এভিয়েশন বিশেষজ্ঞ বলেন, "ঝড়ের মধ্যে দিক পরিবর্তন, উঁচু-নিচু বাতাস এবং ভেজা রানওয়ে—এইসব পরিস্থিতি একজন পাইলটের জন্য চরম চ্যালেঞ্জের।"
পেশাদারিত্ব এবং দৃঢ় মনোবলের মাধ্যমে পাইলট শতাধিক যাত্রীর জীবন রক্ষা করেছেন—এই ঘটনাই তার বড় প্রমাণ।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- এই ৪টি নিদর্শন থাকলে বুঝে নিন—আল্লাহ আপনাকে ভালোবাসেন!
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!