ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

১৩ উইকেটের ঝলক দেখিয়ে রিশাদের আয় ৬৫ লাখ টাকা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৬ ১৬:৩৪:৩৭
১৩ উইকেটের ঝলক দেখিয়ে রিশাদের আয় ৬৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট যে কেবল মাঠের খেলা নয়, জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার বড় সুযোগ—তা প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এ লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ১৩টি উইকেট শিকার করেছেন তিনি। এর পুরস্কার হিসেবে পেয়েছেন প্রায় ৬৫ লাখ টাকা।

২১ বছর বয়সী এই তরুণ বোলার মৌসুম শেষে চুক্তিভিত্তিক পারিশ্রমিক পেয়েছেন প্রায় ৪৫ লাখ টাকা এবং চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে ২০ লাখ টাকার নগদ বোনাস। এ ছাড়া দলের পক্ষ থেকে পুরস্কার হিসেবে পাওয়া একটি বিলাসবহুল গাড়িও খেলোয়াড়দের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

পিএসএলের ফাইনালে লাহোর কালান্দার্স এক বল হাতে রেখে ৬ উইকেটে হারায় কোয়াটা গ্ল্যাডিয়েটর্সকে। দলে ছিলেন সাকিব আল হাসান ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, তবে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রিশাদ। পুরো টুর্নামেন্টে তাঁর ঘূর্ণিতে ব্যাটসম্যানরা চাপে পড়েছেন বারবার।

এই সাফল্য রিশাদের ক্রিকেট ক্যারিয়ারে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। একদিকে দুর্দান্ত পারফরম্যান্স, অন্যদিকে বড় অঙ্কের আয়—সব মিলিয়ে পিএসএলে তাঁর যাত্রা ছিল এক স্বপ্নপূরণের গল্প।

এখন সামনে জাতীয় দলে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ। তবে পিএসএলে এই সাফল্যই বলে দিচ্ছে, বাংলাদেশের ক্রিকেটে আরও একটি সম্ভাবনাময় তারকার উত্থান ঘটেছে। তার নাম রিশাদ হোসেন।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ