সদ্য সংবাদ
শিশুসহ পাঁচজনকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিলো

নিজস্ব প্রতিবেদক; খাগড়াছড়ির রামগড় সীমান্তে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক দম্পতি ও তাদের তিন শিশু সন্তানকে হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেয়। পরে তাদের বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করা হয়।
বৃহস্পতিবার, ২২ মে ভোর ৬টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর ৪৩ ব্যাটালিয়নের সদস্যরা ওই পরিবারকে নদী থেকে উদ্ধার করেন। বর্তমানে তারা নিরাপদে আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে রামগড় পৌরসভার কাজির চর সীমান্ত দিয়ে ভারতের ১১৪ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা ওই পরিবারকে জোর করে ফেনী নদী পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে রয়েছেন উমেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে সন্তান। উমেদ আলী জানান, তারা ভারতের হরিয়ানায় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। সেখান থেকে হঠাৎ করে তাদের আটক করে নির্যাতন চালানো হয়। এরপর তাদের হাত-পা বেঁধে ফেনী নদীতে ফেলে দেওয়া হয়।
উমেদ আলীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ১২টার দিকে তাদের নদীতে ফেলা হয়। কোমরে খালি প্লাস্টিক বোতল বেঁধে দেওয়া হয়েছিল যাতে তারা ডুবে না যায়। অনেকক্ষণ ধরে নদীতে ভেসে থাকার পর তারা বাংলাদেশের তীরে পৌঁছাতে সক্ষম হন।
তিনি আরও অভিযোগ করেন, বিএসএফ সদস্যরা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সাও ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইপুল এলাকায় নিয়ে যান।
রামগড় উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইসমত জাহান তুহিন জানিয়েছেন, মানবিক দিক বিবেচনায় ওই পরিবারকে রামগড় উচ্চবিদ্যালয়ে অস্থায়ীভাবে বিজিবি ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উল্লেখযোগ্য, এর আগে চলতি মাসের ৬ তারিখেও খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ৮১ জন বাংলাদেশিকে একইভাবে পুশ-ইন করেছিল বিএসএফ।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- জরিপ বলছে: জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি