সদ্য সংবাদ
তৈরি হচ্ছে ‘শক্তি’, মে’র শেষেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে আবারও জমতে শুরু করেছে দুর্যোগের ঘনঘটা। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, চলতি মে মাসের শেষ সপ্তাহেই সৃষ্ট একটি গভীর নিম্নচাপ ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম ‘শক্তি’—এটি হবে ২০২৫ সালের প্রথম ঘূর্ণিঝড়।
আবহাওয়া বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট weather.com জানিয়েছে, ২৩ মে থেকে ২৮ মে’র মধ্যে সাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা হিসেবে ধরা হচ্ছে ভারতের উড়িশা উপকূল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চল। তবে বাংলাদেশও একেবারে নিরাপদ নয়—বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম উপকূলে রয়েছে সরাসরি প্রভাবের আশঙ্কা।
যদি ঘূর্ণিঝড় 'শক্তি' পূর্ণ শক্তিতে গঠিত হয়, তাহলে এটি হবে এবারের মৌসুমে বঙ্গোপসাগরের প্রথম বড় প্রাকৃতিক বিপর্যয়। আবহাওয়া অধিদপ্তর এখনই নিশ্চিত করে কিছু না বললেও উপকূলীয় মানুষ ও প্রশাসন আগাম সতর্কতা নিতে শুরু করেছে।
আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে, “মে মাসের শেষ দিকে সাগরে একটি ‘ডিস্টার্বেন্স’ (বিকৃতি) দেখা দিতে পারে। সেটি নিম্নচাপে কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, তা এখনও বলা যাচ্ছে না। তবে আমরা নিয়মিত পর্যবেক্ষণে আছি।”
এদিকে দেশের সার্বিক আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে, বড় ধরনের কোনো তাপপ্রবাহ নেই। তবে মঙ্গলবার (২১ মে) থেকে উত্তর ও মধ্যাঞ্চলে শুরু হতে পারে ভারী বৃষ্টি। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।
ঢাকায় চলছে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা, কিন্তু দেশের উত্তরাঞ্চলে ইতোমধ্যেই কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে জনমনে বাড়ছে উদ্বেগ—তবে এখনই আতঙ্ক নয়, প্রস্তুতির সময়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- এই ৪টি নিদর্শন থাকলে বুঝে নিন—আল্লাহ আপনাকে ভালোবাসেন!
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!