ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

বজ্রসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি জেলায় সতর্কতা জারি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৫ ১৩:৪৯:২১
বজ্রসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা, কয়েকটি জেলায় সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক: আজ দুপুর ২টার মধ্যে ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রপাতের সময় কেউ যেন ঘরের বাইরে না যায়, সেই নির্দেশনা দেওয়া হয়েছে। বজ্রধ্বনির শেষ শব্দ শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের অন্যান্য কিছু জায়গাতেও দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা প্রসঙ্গে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানার জন্য নিয়মিত আপডেট পর্যবেক্ষণের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রানা/

ট্যাগ: বজ্রপাত

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ