ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রিয়াজ যেখানে আবেগে ভেসেছিলেন, শাকিব খান ছিলেন হিসেবি

২০২৫ এপ্রিল ২২ ১৪:৫১:৩৫
রিয়াজ যেখানে আবেগে ভেসেছিলেন, শাকিব খান ছিলেন হিসেবি

নিজস্ব প্রতিবেদক: ‘মনের মাঝে তুমি’ যখন বড়সড় হিট হয়ে গেল, তখন রিয়াজ ও পূর্ণিমার রসায়ন ছিল দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। সিনেমার সাফল্যের পর টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে কার্টুন পর্যন্ত—তাদের মুখ everywhere! জনপ্রিয়তা আকাশছোঁয়া হলেও, ক্যারিয়ারের একটা মোড়ে এসে রিয়াজ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন।

ঠিক সেই সময়েই অন্য এক গল্প লিখছিলেন শাকিব খান। তিনি শুধু সুদর্শন নায়ক ছিলেন না, বরং শুরু থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ হিসেবি ছিলেন। সিনেমার পারিশ্রমিক পেলেই শুধু নিজের জন্য খরচ করতেন না, বরং সেই টাকায় নিজেকে আরও স্টাইলিশ, পর্দায় আরও আকর্ষণীয় করে তুলতেন।

একবারের ঘটনা, এফডিসিতে সকালে এক সিনেমার মহরত হলো। বিকেলে শাকিব খান বললেন, “সাহেব, আমার গাড়িতে উঠেন।” আমি উঠলাম। সোজা গুলশান ২-এর এক দামি কাপড়ের দোকানে নিয়ে গেলেন। একটার পর একটা জামা কিনছেন—সব পরবর্তী সিনেমার জন্য। তখন একেকটা টি-শার্টের দাম পড়ছে ২৫ হাজার টাকা! আমি অবাক হয়ে বলি, “২৫ হাজারে তো ২৫টা কাপড় কিনতে পারতেন!” কিন্তু শাকিব জানতেন, তার পর্দার লুকটাই আসল।

তিনি বুঝে গিয়েছিলেন, জনপ্রিয়তার পাশাপাশি একটা ‘স্টার ইমেজ’ তৈরি করতে হয়, যেটা শুধু অভিনয়ে নয়, স্টাইল ও উপস্থিতিতেও ফুটে ওঠে। রিয়াজ যেখানে আবেগে ভেসে গিয়ে টিভিতে ঘন্টার পর ঘন্টা ফ্রি শো করতেন, সেখানে শাকিব সবকিছু করতেন পরিকল্পনা মাফিক।

এমনকি অ্যান্ড্রয়েড ফোনের যুগ শুরু হওয়ার সময়েও শাকিব নিজের চারপাশে এমন নিরাপত্তা রাখতেন যেন কেউ তার ভিডিও না করতে পারে। তিনি শুধু প্রয়োজনীয় জায়গায় সাক্ষাৎকার দিতেন, না হলে চুপচাপ থাকতেন।

এই কৌশলই তাকে এনে দেয় বড় সফলতা। মাত্র দুই বছরেই তার পারিশ্রমিক পৌঁছে যায় ৩০ লাখ টাকায়। কারণ, তিনি জানতেন—সুপারস্টার হওয়া যায় না শুধু অভিনয়ে, দরকার পরিকল্পনা, স্টাইল এবং নিজের ইমেজ ধরে রাখার প্রবল ইচ্ছা।

এইজন্যই বলা হয়, শাকিব খান যেখানে দূরদর্শী ও কৌশলী, রিয়াজ সেখানে একটু আবেগপ্রবণ হয়েছিলেন।

সোহাগ/

ট্যাগ: শাকিব খান

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ