সদ্য সংবাদ
হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতে পালিয়ে যাওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, "বর্তমানে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।"
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।
সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি উত্থাপিত হলেও, উপদেষ্টা জানান, "বৈঠকে বিষয়টি আলোচনা হলেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
এছাড়া, ভারতের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের জন্য কোনো চাপ দেওয়া হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "আমরা আমাদের দায়িত্ব শেষ করে শিগগিরই নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি করেছি। এটি স্বাভাবিক যে, তারা টেবিল আলোচনায় বিষয়টি জানতে চেয়েছেন।"
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, "থাইল্যান্ডে বৈঠকে জানানো হয়েছে যে, মিয়ানমার ইতোমধ্যে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসন গ্রহণ করেছে। বাকি তালিকাটি তারা পর্যালোচনা করছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।"
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- লাফিয়ে কমে গেল জ্বালানি তেলের দাম
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- ১ জুলাই থেকে সরকারি কর্মীদের জন্য বিশেষ প্রণোদনা: কোন গ্রেডে কত পাবেন
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- এই ৪টি নিদর্শন থাকলে বুঝে নিন—আল্লাহ আপনাকে ভালোবাসেন!
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বাংলাদেশ কৃষি ব্যাংকে ১-৩ লক্ষ টাকা রাখলে মাসিক কত লাভ পাবেন
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!