ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

একাধিক চমক দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৫ ১৯:০০:৪৫
একাধিক চমক দিয়ে সংযুক্ত আরব আমিরাতে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

একটি তিনদিনের ম্যাচ ও চারটি একদিনের ম্যাচ খেলতে ১৭ অক্টোবর বাংলাদেশে আসছে সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দল। ঢাকায় পৌঁছে একই দিনে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা পর্যটকদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল এবং সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে একমাত্র তিনদিনের ম্যাচটি ২০ অক্টোবর রাজশাহীতে অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে ২৫ ও ২৭ অক্টোবর একই মাঠে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩০ অক্টোবর মিরপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দল। আগামী ১ নভেম্বর চতুর্থ ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে। সেই সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

তিনদিনের ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায় এবং একদিনের ম্যাচগুলো শুরু হবে সকাল ৯টায়।

মাজাহারুল ইসলাম, মোহাম্মদ রিফাত বেগ, জাওয়াদ আবরার, মোহাম্মদ আজিজুল হাকিম তামিম (শেষ দুই ম্যাচের অধিনায়ক), মোহাম্মদ সামিউন বাশার রাতুল, কালাম সিদ্দিকী অ্যালেন (তিন দিনের ম্যাচ ও প্রথম দুই ওয়ানডে অধিনায়ক), ফরিদ হোসেন ফয়সাল, মোহাম্মদ আশরাফুজ্জামান বরেণ্য, মো. মোহাম্মদ স্বাধীন ইসলাম, মোহাম্মদ রফিউজ্জামান রাফি, ইয়াসির আরাফাত, মোহাম্মদ আল-ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন, সানজিদ মজুমদার, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ রিজান হোসেন।

স্ট্যান্ডবাই: দেবাশীষ সরকার দেওয়া, ফারহান শাহরিয়ার, মোহাম্মদ শাহরিয়া আল আমিন, শাহরিয়াল আজমির।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ