ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

চতুর্থ সেটে বিশাল বাজিমাত করলো বরিশাল, বুড়োদের যুগ শেষ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৪ ১৪:৩৬:১৩
চতুর্থ সেটে বিশাল বাজিমাত করলো বরিশাল, বুড়োদের যুগ শেষ

আজ বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট শুরু হয় বেলা ১১ টায়। একটানা চলতে থাকা প্লেয়ার ড্রাফটে দেখা গেল দারুন চমক।বিপিএলের ৬ষ্ঠ রাউন্ডে উত্তেজনা তুঙ্গে ওঠে, যখন ফরচুন বরিশাল পরপর ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। জাতীয় দলের অভিজ্ঞ বাহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে ভিড়িয়ে বরিশাল তাদের স্পিন আক্রমণকে মজবুত করে তোলে। সবাইকে তাক লাগিয়ে দেন। এটি তাদের দল গঠনের ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, দুর্বার রাজশাহী তাদের স্কোয়াডে নতুন প্রাণ সঞ্চার করতে বিশ্বকাপজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীকে অন্তর্ভুক্ত করেছে। আকবরের নেতৃত্বগুণ ও তরুণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তাদের দলের জন্য মূল্যবান সম্পদ হবে।

ড্রাফটের পরবর্তী রাউন্ডগুলোতেও খেলোয়াড়দের নাম ডাক হওয়ায় টুর্নামেন্টের উত্তেজনা ধীরে ধীরে বাড়ছে।

সেট ৪ রাউন্ড ১

রিশাদ হোসেন - ফরচুন বরিশাল

কামরুল ইসলাম রাব্বি - রংপুর রাইডার্স

মাহফুজুর রহমান রাব্বি - খুলনা টাইগার্স

নিহাদুজ্জামান - সিলেট স্ট্রাইকার্স

মারুফ মৃধা - চিটাগাং কিংস

আকবর আলী - দুর্বার রাজশাহী

আসিফ হাসান মিতুল - ঢাকা ক্যাপিটালস

সেট ৪, রাউন্ড ২

শাহাদাত হোসেন দীপু - ঢাকা ক্যাপিটালস

হাসান মুরাদ - দুর্বার রাজশাহী

রাহাতুল ফেরদৌস জাভেদ - চিটাগাং কিংস

নাহিদুল ইসলাম - সিলেট স্ট্রাইকার্স

মাহমুদুল হাসান জয় - খুলনা টাইগার্স

তওফিক খান তুষার - রংপুর রাইডার্স

তাইজুল ইসলাম - ফরচুন বরিশাল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ