সদ্য সংবাদ
বুমরাহর অনুপস্থিতিতে সম্ভাবনার নতুন দুয়ার দেখছেন ভারত কোচ গৌতম গম্ভীর
চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধারের মিশনে নামার মাত্র এক সপ্তাহ আগে দুঃসংবাদ পেল ভারতীয় ক্রিকেট দল। দলের প্রধান পেস আক্রমণের নেতা জাসপ্রিত বুমরাহ চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। তবে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এ নিয়ে হতাশ নন। বরং তিনি এটিকে দলের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন।
গম্ভীর মনে করেন, বুমরাহের না থাকাটা দলের জন্য ক্ষতির পাশাপাশি উপকারও বয়ে আনতে পারে। নতুন পেসারদের জন্য এটি নিজেদের প্রমাণের দারুণ এক মঞ্চ। তিনি বলেন, ‘যদি বুমরাহ ইনজুরিতে পড়ে, তাহলে সেটা নিয়ে কিছু করার নেই। আমরা জানি, সে দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে হারশিত রানা, অর্শদীপ সিং, মোহাম্মদ শামির মতো বোলাররা নিশ্চয়ই দায়িত্ব নেবে এবং দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’
নতুনদের সামনে সুযোগ
বুমরাহর অভাব পূরণ করতে তরুণ পেসারদের দিকে নজর থাকবে ভারতের। সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে অভিষেকের পর তিন ম্যাচে ৬ উইকেট নেওয়া হারশিত রানা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। অন্যদিকে, বাঁহাতি পেসার অর্শদীপ সিং শেষ ম্যাচে সুযোগ পেয়ে দুটি উইকেট শিকার করেন।
তবে ভারতের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর মোহাম্মদ শামির ফেরা। ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর দীর্ঘদিন বিশ্রামে ছিলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন এবং চোট কাটিয়ে পুরোনো ছন্দে ফিরেছেন। গম্ভীর বলেন, ‘বিশ্বমানের বোলারের দলে ফেরা সবসময়ই ইতিবাচক ব্যাপার। তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের জন্য গুরুত্বপূর্ণ।’
শামির পারফরম্যান্স ও পরিকল্পনা
টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে চার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন শামি। তার ওয়ার্কলোড ম্যানেজ করতে তাকে কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বল হাতে তিনি নিজের গতি ও ধারাবাহিকতা ধরে রেখেছেন। গম্ভীর বলেন, ‘আমরা তার ওয়ার্কলোড ম্যানেজ করছিলাম, তাই দুটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডেতে খেলানো হয়েছে। আশা করি, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে পুরোপুরি ফিট থাকবে।’
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি
আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে ভারত। এরপর ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। আট দলের এই প্রতিযোগিতায় ভারতীয় দল নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে কতটা প্রস্তুত, সেটাই দেখার বিষয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা