সদ্য সংবাদ
চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে আজ রাতে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল

আর মাত্র এক সপ্তাহ বাকি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর। তার আগে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে অনুশীলন সেরে এবার আন্তর্জাতিক মঞ্চে লড়াইয়ের জন্য তৈরি নাজমুল হোসেন শান্তরা। আজ (বুধবার) রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।
রাত ১টা ৪০ মিনিটে উড়াল
বাংলাদেশ দল আজ রাত ১টা ৪০ মিনিটে ফ্লাইট ধরে ঢাকা ছাড়বে। প্রথম গন্তব্য দুবাই, সেখানেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের মানিয়ে নেওয়ার কাজ শুরু করবেন শান্তরা। বাংলাদেশ দলের সঙ্গে একই ফ্লাইটে থাকছেন কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তারাও।
অফিশিয়াল ফটোসেশন
ঢাকা ছাড়ার আগে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করেছে বাংলাদেশ দল। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ফটোসেশন শেষে খেলোয়াড়রা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেদের লক্ষ্য নিয়ে কথা বলেন।
প্রস্তুতি ম্যাচ পাকিস্তান শাহিন্সের বিপক্ষে
দুবাইয়ে পৌঁছানোর পর একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যদিও সেটি আনুষ্ঠানিক নয়। ১৭ ফেব্রুয়ারি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তান শাহিন্স-এর বিপক্ষে। এই ম্যাচের মাধ্যমে দলের খেলোয়াড়রা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি
বাংলাদেশ তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি, যেখানে প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইতে। এরপর পরবর্তী দুই ম্যাচ খেলবে পাকিস্তানে।
বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচসমূহ:
২০ ফেব্রুয়ারি – ভারত ?? বনাম বাংলাদেশ ?? (দুবাই)২৪ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ড ?? বনাম বাংলাদেশ ?? (পাকিস্তান)২৭ ফেব্রুয়ারি – পাকিস্তান ?? বনাম বাংলাদেশ ?? (পাকিস্তান)এই তিনটি ম্যাচ ভালোভাবে শেষ করে সেমিফাইনালে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। দল ইতোমধ্যে কঠোর পরিশ্রম করেছে, এখন মূল মঞ্চে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের পারফরম্যান্স কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা!