সদ্য সংবাদ
শিরোপা জয়ই একমাত্র লক্ষ্য: শান্ত
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখনো কোনো আইসিসি শিরোপা নেই। দীর্ঘদিন ধরে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে অংশ নিলেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি টাইগাররা। তবে এবার সেই অতীতকে পেছনে ফেলে নতুন উচ্চতায় পা রাখতে চায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়ে দিয়েছেন, দল কেবল অংশগ্রহণ করতে যাচ্ছে না, বরং শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে বাংলাদেশ সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল ২০১৭ সালে, সেবার সেমিফাইনালে খেলেছিল টাইগাররা। তবে এবার সেই সীমানা ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছে দল। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী শান্ত বলেন, "আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি।"
শিরোপার লক্ষ্যের কথা বললেও বাড়তি চাপ অনুভব করছেন না দলপতি। তার ভাষায়, "আমার কাছে এটা কোনো চাপ নয়। টুর্নামেন্টের ৮টি দলই শিরোপার জন্য লড়বে, আমরাও তার ব্যতিক্রম নই। আমাদের দলের সেই সামর্থ্য আছে, আমরা বিশ্বাস করি পারব।"
শক্তিশালী দলগুলোর সঙ্গে কঠিন লড়াই অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, শক্তিশালী নিউজিল্যান্ড এবং টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারত।
বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই কঠিন লড়াইয়ের আগে শান্ত দলের প্রস্তুতির ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের ভাগ্যে কী আছে জানি না, তবে আমরা কঠোর পরিশ্রম করছি এবং সততার সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।"
বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন আর ছোট দল নয়, বরং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে সক্ষম একটি শক্তি। সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স দেখানো টাইগাররা এবার নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ করতে চায়। দলকে অনুপ্রাণিত করতে শান্তর মতোই পুরো স্কোয়াড বিশ্বাস করছে, এবার ইতিহাস গড়ার সময় এসেছে।
তবে সেই স্বপ্ন সত্যি করতে হলে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে হবে, সামাল দিতে হবে বড় দলগুলোর চাপ। শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটিই কথা স্পষ্ট—বাংলাদেশ এবার শুধু অংশ নিতে নয়, শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা