সদ্য সংবাদ
ভ্যালেন্সিয়ার জালে বার্সেলোনা ৫ গোল
ফেরান তোরেস যেন ছিলেন প্রতিশোধপরায়ণ! নিজের সাবেক ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে বার্সেলোনাকে নিয়ে গেলেন কোপা দেল রে’র সেমিফাইনালে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে কাতালানরা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে, যা দুই সপ্তাহ আগের ৭-১ গোলের বিশাল জয়েরই যেন আরেক সংস্করণ।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। মাত্র ৩ মিনিটেই জালের দেখা পান তোরেস। এরপর ১৭ ও ৩০ মিনিটে আরও দুইবার গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ২৩ মিনিটে ফেরমিন লোপেজ এবং ৫৯ মিনিটে লামিন ইয়ামাল দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে তোরেস বলেন, “আমরা ভেবেছিলাম কঠিন ম্যাচ হবে, কিন্তু দ্রুত গোল পাওয়ায় প্রতিপক্ষের মনোবল ভেঙে পড়ে। ভ্যালেন্সিয়ার প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে। আমি চাই তারা সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াক। ক্লাবের বাইরের সমস্যাগুলো ভুলে সমর্থকদের উচিত খেলোয়াড়দের পাশে থাকা, কারণ দলকে টিকিয়ে রাখতে তাদের এখনই সবচেয়ে বেশি সমর্থন দরকার।”
ভ্যালেন্সিয়া বর্তমানে লা লিগার ১৯তম স্থানে রয়েছে এবং মালিক পিটার লিমের বিরুদ্ধে সমর্থকদের অসন্তোষ চরমে পৌঁছেছে। মাঠের বাইরের সমস্যাগুলো দলের পারফরম্যান্সেও নেতিবাচক প্রভাব ফেলছে।
বার্সেলোনা সবশেষ কোপা দেল রে’র সেমিফাইনালে খেলেছিল ২০২২-২৩ মৌসুমে, যেখানে তারা রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায়। তবে এবার দলটি দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ সাত ম্যাচে প্রতিপক্ষের জালে তারা ২৬ বার বল পাঠিয়েছে, বিপরীতে গোল খেয়েছে মাত্র ১১টি।
আরেক সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল সোসিয়েদাদও। ওসাসুনাকে দ্বিতীয়বারের মতো একই স্কোরলাইনে (২-০) হারিয়ে তারা শেষ চারে পৌঁছেছে। আন্দের বারেনেচিয়া ও ব্রাইস মেন্দেজ প্রথমার্ধেই গোল করেন।
ওসাসুনা ৩৫ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয়, যখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) সিদ্ধান্তে আলেহান্দ্রো কাতেনাকে লাল কার্ড দেখানো হয়।
সোসিয়েদাদ সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে কোপা দেল রে জয় করেছিল। অন্যদিকে, ওসাসুনা ২০২২-২৩ মৌসুমে রানার্সআপ হয়েছিল, ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে।
রিয়াল মাদ্রিদও দারুণ নাটকীয়তায় জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। বুধবার লেগানেসের বিপক্ষে ৩-২ গোলে জয় পেতে শেষ মুহূর্তের নায়ক হয়ে ওঠেন ২০ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া, যার গোল নির্ধারিত সময়ের যোগ করা সময়ে আসে।
এর আগে, মঙ্গলবার আতলেতিকো মাদ্রিদ ৫-০ গোলে গেটাফেকে বিধ্বস্ত করে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছিল।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- বাংলাদেশকে না বলল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সুইজারল্যান্ড-জানুন কারণ
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য