ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সুখবর পেলেন তাওহিদ হৃদয়

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১৫:০৫:১২
সুখবর পেলেন তাওহিদ হৃদয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্রিকেট দুনিয়ার নজর কেড়েছিলেন তাওহিদ হৃদয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই ব্যাটসম্যান দুর্দান্ত ঢাকার বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় উপহার দিয়েছিলেন। সেই ইনিংসের সুবাদেই এবার ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি লিগের বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন তিনি। হৃদয়সহ মোট ১০ জন ব্যাটসম্যান এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন, যাদের মধ্য থেকে নির্বাচিত হবেন বছরের সেরা ব্যাটিং পারফরম্যান্সের বিজয়ী।

বিপিএলের গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে ১৭৫ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা মাত্র ২৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে উদ্ধার করেন হৃদয়। চাপ সামলে ৫৭ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল চমৎকার সব স্ট্রোক। তার এই অসাধারণ ব্যাটিংয়ে ভর করেই কুমিল্লা ম্যাচ জিতে নেয় এবং ম্যাচসেরার পুরস্কারও পান হৃদয়।

বর্ষসেরার লড়াইয়ে যারা

তাওহিদ হৃদয় ছাড়াও বর্ষসেরার মনোনয়ন পেয়েছেন আরও ৯ জন ব্যাটসম্যান। তালিকায় রয়েছেন:

জশ ব্রাউন (অস্ট্রেলিয়া) - বিগ ব্যাশ লিগে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস।

উইল জ্যাকস (ইংল্যান্ড) - এসএ টোয়েন্টিতে ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

জস বাটলার (ইংল্যান্ড) - আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ১০৭ রানের অপরাজিত ইনিংস।

মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া) - আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে ১২৪ রানের অপরাজিত ইনিংস।

সূর্যকুমার যাদব (ভারত) - মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১০২ রানের অপরাজিত ইনিংস।

রাইলি রুশো (দক্ষিণ আফ্রিকা) - এলপিএলে ১০৮ রানের হার না মানা ইনিংস।

ফিল অ্যালেন (ইংল্যান্ড) - মেজর লিগ ক্রিকেটে ১০১ রানের দুর্দান্ত ইনিংস।

নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) - দ্য হান্ড্রেডে ৬৬ রানের অপরাজিত ইনিংস।

কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) - ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১২৫ রানের অনবদ্য ইনিংস।

এই ১০ জনের মধ্য থেকে একজনকে বর্ষসেরা ব্যাটিং পারফরম্যান্সের বিজয়ী ঘোষণা করা হবে। বিপিএল থেকে মনোনয়ন পাওয়া একমাত্র ব্যাটসম্যান তাওহিদ হৃদয়, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। সেরা হওয়ার দৌড়ে তিনি কতটা এগিয়ে থাকবেন, সেটি এখন ক্রিকেটপ্রেমীদের নজরে। তবে তার এই স্বীকৃতি প্রমাণ করে, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ