সদ্য সংবাদ
বিপিএলে লিগ পর্ব শেষে শীর্ষ ৫ ব্যাটারের তালিকা

বিপিএল ২০২৫-এর লিগ পর্ব শেষে ব্যাট হাতে নজর কেড়েছেন তানজিদ হাসান তামিম। যদিও তার দল ঢাকা ক্যাপিটালস প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে, তবে ব্যক্তিগত নৈপুণ্যে চমক দেখিয়েছেন তিনি। ১২ ম্যাচে ৪৮৫ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন তানজিদ। তার সংগ্রহে রয়েছে ৪টি অর্ধশতক ও ১টি শতক। গড় ৪৪-এর বেশি, আর স্ট্রাইকরেট ১৪১.৩৯— যা তাকে এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে তুলে ধরেছে।
তার ঠিক পেছনেই রয়েছেন খুলনা টাইগার্সের নাইম শেখ। ৪৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে থাকা নাইমের ব্যাট থেকে এসেছে ৩টি অর্ধশতক ও ১টি শতক। ১৪৮ স্ট্রাইকরেটে ব্যাটিং করে দলকে গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রেখেছেন তিনি। তার দল এখনও প্লে-অফের দৌড়ে টিকে থাকায় রান বাড়ানোর সুযোগ থাকছে তার সামনে।
তৃতীয় স্থানে রয়েছেন দুর্বার রাজশাহীর ওপেনার এনামুল হক বিজয়। এবারের আসরে ১৩০ স্ট্রাইকরেটে ব্যাট করে ৩৯২ রান করেছেন তিনি, যেখানে রয়েছে ১টি শতক ও ২টি অর্ধশতক। চতুর্থ স্থানে থাকা সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান করেছেন ৩৮৯ রান, আর পঞ্চম স্থানে থাকা চিটাগাং কিংসের ইংলিশ ব্যাটসম্যান গ্রাহাম ক্লার্কের সংগ্রহ ৩৭৭ রান।
লিগ পর্ব শেষে দেখা যাচ্ছে, মাত্র দুইজন ব্যাটসম্যান—তানজিদ ও নাইম—৪০০ রানের গণ্ডি পেরিয়েছেন। তবে প্লে-অফ পর্বে এই তালিকায় পরিবর্তন আসতে পারে। এবারের বিপিএলে ব্যাটসম্যানদের দাপট স্পষ্ট, আর তরুণদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক ইঙ্গিত দিচ্ছে।