ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

হাথুরুকে বিদায় করার ব্যাপারে যা সিদ্ধান্ত নিলো বিসিবি সভাপতি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ১৬:৪৪:৫০
হাথুরুকে বিদায় করার ব্যাপারে যা সিদ্ধান্ত নিলো বিসিবি সভাপতি

দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) এসেছে পরিবর্তন। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর বিসিবির সভাপতির আসনে বসেছেন ফারুক আহমেদ। সাবেক এই অধিনায়ক এবং প্রধান নির্বাচক ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের ভবিষ্যৎ ঝুলে গেছে। এই লঙ্কান কোচের বিকল্প খোঁজার কথা সরাসরিই জানিয়েছিলেন তিনি। কিন্তু পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সেই অধ্যায় চাপা পড়ে গিয়েছিল অনেকটাই।

পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করায় চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনায় অনেকটাই ভাটা পড়ে গিয়েছিল। পায়ের নিচে কিছুটা হলেও মাটি খুঁজে পেয়েছিলেন এই লঙ্কান কোচ। কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণের পর প্রথম টি-টোয়েন্টিতেও পাত্তা পায়নি বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর ফের হাথুরুসিংহের ভবিষ্যতের প্রসঙ্গ সামনে আসছে।

সোমবার (৭ অক্টোবর) বিসিবির বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সভাপতি ফারুক আহমেদ। কথোপকথনের সময় হাথুরসিংহের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, 'খালি গরু খারাপ গরুর চেয়ে ভালো, কিন্তু জাতীয় দল সম্পর্কে আমরা একই কথা বলতে পারি না...'

হাথুরুর ব্যাপারে আগের অবস্থান নিশ্চিত করে ফারুক বলেন, 'না, রাখব না। এর জন্য সময় দিতে হবে। মেয়াদের এখনও ছয় মাস বাকি। এখনও তিনটি সিরিজ বাকি, ছয় মাস বাকি। আমরা চেষ্টা করছি, শিগগিরই ইতিবাচক কিছু দেখতে পাব। যদি আমি কিছু না করি, আমি এখনই সিদ্ধান্ত নিতে পারি না, এমনকি যদি এটি কিছুর দিকে নিয়ে যায় না। কিন্তু এটা এখনও আমাদের চিন্তা, এটা আমাদের মনে আছে. খুব শীঘ্রই দেখতে পাবেন, আগের মতো...'

দলীয় নির্বাচনে হাথুরুসিংহের হস্তক্ষেপের প্রতিবাদে জাতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেন ফারুক। বিসিবি সভাপতি হিসেবে ফেরার পর তাকে প্রশ্ন করা হয় হাথুরুসিংহে টাইগারদের কোচ হবেন কি না?

সে সময় তিনি বলেছিলেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখবো।'

ফারুক যোগ করেন, 'এরপর বাকিদের সাথে আলাপ করবো, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেবো। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ