সদ্য সংবাদ
ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি নিয়ে যা করলো ভারত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া কূটনৈতিক চিঠি (নোট ভারবাল) গ্রহণ করেছে ভারত। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে একটি নোট ভারবাল পাঠিয়েছে। এই ধরনের চিঠি স্বাক্ষরবিহীন হলেও এটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বহন করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন,
“আমরা নিশ্চিত করছি যে আজ বাংলাদেশ হাইকমিশন থেকে একটি নোট ভারবাল পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।”
২০১৩ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,
“ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায়ই বিষয়টি নির্ধারণ করা হবে।”
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মিলে সম্প্রতি একটি পরিকল্পনা তৈরি করেন।
শেখ হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা হয়েছে। অভিযোগগুলো হলো:
গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড।
গুম, ক্রসফায়ার এবং পিলখানা হত্যাকাণ্ড।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সহিংসতা।
গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরবর্তীতে ১৩ নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার উদ্যোগ নেওয়া হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক আলোচনা চলমান। বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ সরকার আশা করছে, আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক চুক্তির আলোকে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তাকে ফেরত পাঠানো হবে।
শেখ হাসিনার এই পরিস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে একটি জটিল চ্যালেঞ্জ তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ