ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

যুব এশিয়া কাপজয়ী দলকে মুল্যবান উপহার দিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৬ ১৭:০৫:১৫
যুব এশিয়া কাপজয়ী দলকে মুল্যবান উপহার দিলেন তামিম

ক্রিকেটারদের কাছে তাদের ক্রিকেট সামগ্রী, বিশেষ করে ব্যাট, সবচেয়ে প্রিয় জিনিস। কিন্তু অনেক তরুণ ক্রিকেটারের জন্য ভালো মানের একটি ব্যাট পাওয়া রীতিমতো স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

সম্প্রতি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জিতে দেশে ফিরেছে। এই সাফল্যের মুহূর্তে দলের সব সদস্যকে সি এ কোম্পানির ভালো মানের ব্যাট উপহার দিয়েছেন তামিম।

তামিম ইকবালের এই বিশেষ উপহার অবশ্য শিরোপা জয়ের পর নয়, তার আগেই ক্রিকেটারদের হাতে পৌঁছে যায়। দুবাইয়ে অবস্থানকালে খেলোয়াড়দের এই ব্যাট বুঝিয়ে দেওয়া হয়। বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

তামিমের তরুণ ক্রিকেটারদের সহায়তার এই উদ্যোগ নতুন নয়। এর আগেও তাকে নারী ক্রিকেটার এবং বয়সভিত্তিক দলের খেলোয়াড়দের ব্যাট উপহার দিতে দেখা গেছে। নিজের এই ধারাবাহিক উদারতার প্রমাণ আরও একবার দিলেন তিনি।

অন্যদিকে, যুব এশিয়া কাপজয়ী দলের সঙ্গে এখনো দেখা হয়নি বিসিবি সভাপতি ফারুক আহমেদের। তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন। দেশে ফেরার পর দলের জন্য পুরস্কার হিসেবে কী ঘোষণা আসবে, তা জানা যাবে।

তামিম ইকবালের এই উপহার শুধু যুব এশিয়া কাপজয়ী ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে না, বরং দেশের ক্রিকেটে তরুণদের এগিয়ে যেতে নতুন উদ্দীপনা যোগ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ