ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে দল পেল বাংলাদেশের ৬ জন

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১৫ ২১:১০:১১
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে দল পেল বাংলাদেশের ৬ জন

নেপালে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি কাবাডি লিগ আয়োজন করতে যাচ্ছে, যেখানে অংশগ্রহণ করবে চারটি ফ্রাঞ্চাইজি। এই লিগে বাংলাদেশের ছয়জন খেলোয়াড় দল পেয়েছেন। তারা বিভিন্ন দলে তাদের দক্ষতা প্রদর্শন করবেন।

পোখরা লেকার্স দলে যোগ দিয়েছেন ডিফেন্ডার সবুজ মিয়া ও অলরাউন্ডার মনিরুল চৌধুরি। ধাঙদি ওয়াইল্ড ক্যাটস দলে খেলবেন অলরাউন্ডার ইয়াসিন আরাফাত। কাঠমান্ডু ম্যাওক্রিকস দলে রেইডার মিজানুর রহমান ও হিমালয় রাইডার্সে জায়গা পেয়েছেন শাহ মোহাম্মদ শাহান ও রোমান। এই ফ্রাঞ্চাইজি লিগটি চলবে ১৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা ইতোমধ্যেই ভারতের প্রো কাবাডি লিগে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন। তবে অনেক খেলোয়াড়ই চাকরিরত অবস্থায় সংশ্লিষ্ট সংস্থা থেকে ছুটি না পাওয়ার কারণে বিদেশি লিগে খেলতে পারেননি।

নেপালের আসন্ন লিগ নিয়ে বাংলাদেশের কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, "তারা জাতীয় দলের খেলোয়াড় এবং বিদেশে লিগে অংশ নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। আমরা আশা করছি, তাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি বিবেচনা করবে। ফেডারেশনও খেলোয়াড়দের যাবতীয় সহযোগিতা করবে।"

কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই খেলায় দেশের পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য নয়। একসময় এশিয়ান গেমসে নিয়মিত পদক জয়ী বাংলাদেশ গত দুই আসরে কোনো পদক জিততে পারেনি।

অন্যদিকে, নেপাল কাবাডিতে বড় অগ্রগতি করেছে। সর্বশেষ চীনের হাংজু এশিয়ান গেমসে তারা প্রথমবারের মতো কাবাডিতে পদক জিতেছে। এরই ধারাবাহিকতায় তারা এবার ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করছে।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পুরনো কমিটির অধীনে বিপুল অর্থ ব্যয় করেও আন্তর্জাতিক আসরগুলোতে সফলতা আসেনি। তবে এই ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশের খেলোয়াড়দের অংশগ্রহণ নতুন আশার সঞ্চার করছে। এটি তাদের ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশের কাবাডি খেলার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ