ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

শাহিন আফ্রিদির ইতিহাস গড়া রাত, সাকিব-মালিঙ্গাদের পাশে জায়গা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ ডিসেম্বর ১১ ১১:৩৫:১৫
শাহিন আফ্রিদির ইতিহাস গড়া রাত, সাকিব-মালিঙ্গাদের পাশে জায়গা

পাকিস্তান ম্যাচ হেরেছে, কিন্তু শাহিন শাহ আফ্রিদি লড়াই চালিয়েছেন শেষ ওভার পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার দুর্দান্ত বোলিং পাকিস্তানকে প্রায় জয় এনে দিয়েছিল। যদিও জয়ের হাসি ফোটেনি, কিন্তু শাহিন তার পারফরম্যান্স দিয়ে গড়েছেন এক ঐতিহাসিক রেকর্ড। তিন ফরম্যাটেই ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পাকিস্তানের প্রথম বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন এলিট ক্লাবে।

নিজের প্রথম স্পেলে রাসি ভ্যান ডার ডুসেনকে বোল্ড করে শুরু। এরপর দ্বিতীয় স্পেলে ডেভিড মিলারকে থামিয়ে এবং শেষ ওভারে এনকাবায়োমজি পিটারের উইকেট তুলে নিয়ে শাহিন পূর্ণ করেন টি-টোয়েন্টি ফরম্যাটে তার শততম উইকেট।

এর মাধ্যমে সাকিব আল হাসান, টিম সাউদি এবং লাসিথ মালিঙ্গার মতো কিংবদন্তিদের পাশে নাম লেখালেন শাহিন। ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ১১২ এবং টেস্টে ১১৬। ফলে তিন ফরম্যাট মিলিয়ে তিনি এখন পাকিস্তানের সেরা কীর্তিমানদের একজন।

শুধু অর্জনের দিক থেকে নয়, বয়সের দিক থেকেও শাহিন এগিয়ে। টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার দিন তার বয়স ছিল মাত্র ২৪ বছর ২৪৯ দিন। এত কম বয়সে এমন রেকর্ড এর আগে কেউ করেনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে আশা দেখিয়েছিলেন শাহিন। তার সঠিক লাইন-লেংথের আক্রমণ ডেভিড মিলারের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকে থামায়, যিনি মাত্র ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন।

শেষ ওভারে এনকাবায়োমজি পিটারের উইকেট নিয়ে নিজের কোটার তৃতীয় উইকেটটি দখল করেন তিনি। তবে পাকিস্তানের জন্য জর্জ লিন্ডের ঝোড়ো ৪৮ রানের ইনিংস এবং তার অলরাউন্ড পারফরম্যান্স (৩ উইকেট) ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ম্যাচ ১১ রানে জিতে ১-০ তে এগিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স যেন দলের হতাশার মধ্যে একমাত্র উজ্জ্বল দিক। তিন ফরম্যাটে ১০০ উইকেটের বিরল ক্লাবে তার প্রবেশ শুধু পাকিস্তানের জন্য নয়, ক্রিকেট বিশ্বেও এক গৌরবের বিষয়। এখন দেখার বিষয়, পরবর্তী ম্যাচে পাকিস্তান কি ঘুরে দাঁড়াতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ