ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ভারত-বাংলাদেশ ১ম টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে ১৪৪ ধারা জারি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৪ ২৩:০৯:১৭
ভারত-বাংলাদেশ ১ম টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে ১৪৪ ধারা জারি

টেস্ট সিরিজের শেষে এবার ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার দিন গুনছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে। ক্রিকেটভক্তরা সেই মহেন্দ্রক্ষণটির জন্য অধির হয়ে অপেক্ষা করছে।

ভারত-বাংলাদেশ ম্যাচ মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে বিশাল সংশয়। কেননা, ভারত সফরের আগেই এই ম্যাচ ঘিরে বাংলাদেশ দলকে হু-ম-কি দিয়েছিল হিন্দু ধর্মাবলম্বী সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার চালানো হয়েছে বলে জানান ভারতের হিন্দু সম্প্রদায়, এমন দাবিতে এই ম্যাচটি বানচাল করে দেওয়ার হুমকি দিয়েছিল তারা। যার প্রেক্ষিতেই এখন ১৪৪ ধারা জারি রয়েছে গোয়ালিয়রে। ম্যাচ মাঠে গড়াতে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে গোয়ালিয়র পুলিশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ