ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

হাসান

রিপোর্টার

আপডেট খবর: তবে কি ভারতে বিশ্বকাপ খেলা বাদ?

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ২৭ ২২:৫২:২০
আপডেট খবর: তবে কি ভারতে বিশ্বকাপ খেলা বাদ?

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভারতে এখন সাজসাজ রব থাকার কথা ছিল, কিন্তু তার বদলে জেঁকে বসেছে এক ভয়াবহ প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক। রাজনৈতিক অস্থিরতা নয়, বরং 'নিপাহ' ভাইরাসের সংক্রমণ এখন টুর্নামেন্ট আয়োজনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু হওয়া এই সংক্রমণ এখন আন্তর্জাতিক উদ্বেগের কারণ।

​সংক্রমণের কেন্দ্রবিন্দু ও বর্তমান পরিস্থিতি ​প্রতিবেদন অনুযায়ী, কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে এই ভাইরাসের সূত্রপাত।

ইতোমধ্যে এই ভাইরাসে একজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত এক নার্সের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সংক্রমণ প্রতিরোধে শতাধিক মানুষকে কঠোর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

​অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (AIIMS) প্রধান ডা. নরেন্দ্র কুমার এক সতর্কবার্তায় জানিয়েছেন, ভাইরাসটি দ্রুত ১০০ থেকে ২০০ জনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। যেহেতু নিপাহ ভাইরাসের কোনো কার্যকর ভ্যাকসিন নেই, তাই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অনেকে একে কোভিড-১৯ মহামারীর প্রাথমিক দিনগুলোর সঙ্গে তুলনা করছেন।

​বিশ্বজুড়ে রেড অ্যালার্ট ​

নিপাহ সংক্রমণের খবরে নড়েচড়ে বসেছে এশিয়ার দেশগুলো। থাইল্যান্ড, নেপাল ও ভিয়েতনাম তাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে। ভারত থেকে আগত যাত্রীদের জন্য কড়া স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি বাধ্যতামূলক করা হয়েছে।

​বিশ্বকাপ কি শ্রীলঙ্কায় যাচ্ছে?

​ভারতের এই অস্থিতিশীল জনস্বাস্থ্য পরিস্থিতির সুযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির গণমাধ্যমগুলো জোরালো দাবি তুলেছে। তাদের মতে, এমন মৃত্যুঝুঁকির মধ্যে ভারতে বিশ্বকাপ আয়োজন করা চরম দায়িত্বজ্ঞানহীনতা হবে। বিকল্প ভেন্যু হিসেবে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাবও এখন আলোচনার টেবিলে।

​যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেয়নি, তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ এবং অংশগ্রহণকারী দেশগুলোর উদ্বেগকে উপেক্ষা করা কঠিন হবে। এখন দেখার বিষয়, ভারত কি পারবে এই সংক্রমণ রুখে দিয়ে বিশ্বকাপের সফল আয়োজন করতে, নাকি নিপাহ ভাইরাসের দাপটে ভাগ্য বদলে যাবে বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ