ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

জানুয়ারিতে ৪ ডিগ্রিতে নামবে দেশের তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০২ ২৩:৫৭:১৩
জানুয়ারিতে ৪ ডিগ্রিতে নামবে দেশের তাপমাত্রা: আবহাওয়া অধিদপ্তর

রাকিব: নতুন বছরের শুরুতেই প্রকৃতিতে জেঁকে বসতে শুরু করেছে শীত। তবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আসল শীত এখনো বাকি! চলতি জানুয়ারি মাসে দেশের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কায় দেশবাসীকে আগাম প্রস্তুতির পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

৫টি শৈত্যপ্রবাহের ভ্রুকুটিআবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, জানুয়ারি মাসজুড়ে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ধরণ হবে দুই রকম:

মৃদু থেকে মাঝারি: ২-৩টি শৈত্যপ্রবাহে তাপমাত্রা থাকবে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

মাঝারি থেকে তীব্র: ১-২টি ক্ষেত্রে তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে আরও কমে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে, যা জনজীবনে স্থবিরতা নামিয়ে আনতে পারে।

ঘন কুয়াশা ও তাপমাত্রার লুকোচুরিএ মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিপত্তি বাঁধাবে ঘন কুয়াশা। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত নদ-নদী অববাহিকা ও দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসায় শীতের অনুভূতি হবে কয়েক গুণ বেশি।

ঘূর্ণিঝড় নেই, আবহাওয়া থাকবে শুষ্কআশার কথা হলো, এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের শঙ্কা নেই। দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। সূর্যকিরণকাল দিনে ৩.৫০ থেকে ৫.৫০ ঘণ্টা হতে পারে এবং প্রতিদিন গড়ে ১.৫০ থেকে ৩.৫০ মিমি বাষ্পীভবন হতে পারে। তবে রোদ থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা কমার সম্ভাবনা কম।

আবহাওয়া অফিসের এই সতর্কবার্তার পর নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের জন্য বিশেষ সহায়তার প্রয়োজন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ট্যাগ: আজকের সর্বনিম্ন তাপমাত্রা কত উত্তরবঙ্গের শীতের খবর জানুয়ারি মাসের আবহাওয়া পূর্বাভাস ২০২৬ বাংলাদেশে শৈত্যপ্রবাহ ২০২৬ ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শীত আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা মমিনুল ইসলামের আবহাওয়া পূর্বাভাস তীব্র শীতের সতর্কতা বাংলাদেশ ঘন কুয়াশার খবর আজ ২০২৬ জানুয়ারিতে শৈত্যপ্রবাহ কয়টি বাংলাদেশের শীতলতম মাস ২০২৬ নদ-নদীতে কুয়াশার সতর্কতা বিপিএল ও শীতের আবহাওয়া শৈত্যপ্রবাহের প্রস্তুতি বাংলাদেশ আবহাওয়া সংবাদ ২০২৬ Bangladesh Weather Forecast January 2026 Cold Wave Warning BD 4 Degrees Celsius Temperature BD BMD Weather Update 2026 Severe Cold Wave in Bangladesh January Weather Outlook BD Fog Forecast Bangladesh 2026 Lowest Temperature Record BD Weather Director Mominul Islam News Winter 2026 Bangladesh Preparedness Dense Fog Alert River Basin No Cyclone in January 2026 Bangladesh Climate Update Today T20 Cricket and Winter Weather Cold Wave Alert 17 Districts

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ